বছরের শুরুতেই শীত গায়েব! ৫ জেলায় আজ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

South Bengal Weather : জানুয়ারির প্রথম সপ্তাহ এসে উপস্থিত, অথচ এখনও জাঁকিয়ে শীতের (Winter) দেখা নেই। অন্যান্য বছর এই সময়কালে দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের দাপট হাড় কাঁপিয়ে দেয়। কিন্তু এই বছর শীত যেন দক্ষিণবঙ্গে ঢোকার মুহূর্তে কোথায় গায়েব হয়ে গিয়েছে! শীত নয়, আবহাওয়া দপ্তর এখন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে জেলায় জেলায়। জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আগামী ২৪ ঘন্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর তাপমাত্রা আগামী কয়েক দিন পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে অবশ্য বহু প্রত্যাশিত শীতের দেখা মেলেনি এখনও। এরই মধ্যে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণের ৫টি জেলাতে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হবে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ১০০০ নয়, ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন বাংলার মানুষ! মিলবে এই দিন থেকে

ঘূর্ণাবর্ত্যের চোখরাঙানি

শীত আর বৃষ্টির দোটানার মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে পূবালী হওয়ার দাপট বাড়ছে। এই হাওয়া উত্তর-পশ্চিমের শীতল হাওয়াকে দক্ষিণবঙ্গে প্রবেশে বাধা দিচ্ছে। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাতে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

আরও পড়ুন : বায়োমেট্রিক ভেরিফিকেশন না করলে বন্ধ হবে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি? বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা বাড়বে। আপাতত কিছুদিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে বেলার দিকে পরিষ্কার থাকবে আকাশ। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।