SBI FD : ভারতবর্ষের বহু এমন মানুষ রয়েছেন যারা ঝুঁকিহীন বিনিয়োগ করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি হন, তারা তাদের সঞ্চিত অর্থ এমন জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে কোনও রকম ঝুঁকি থাকে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) বয়স্কদের জন্য নিয়ে এসেছে তেমনই একটি স্কিম যেখানে অর্থ বিনিয়োগ করলে বেশ ভালই রিটার্ন পাওয়া যায় ম্যাচুইরিটির সময়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম
বিভিন্ন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য এমন কিছু স্কিম তৈরি করে যেখানে প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করে একটি নিশ্চিত আয়ের সুযোগ সুবিধা পেতে পারেন। আপনি যদি সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণ করে থাকেন এবং ভালো একটি স্কিমের সন্ধান করেন, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট (Sinior Citizen Term Deposit) স্কিম শুধুমাত্র আপনারই জন্য।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, প্রবীর নাগরিকরা ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদ পূর্তির জন্য এই স্কিমে টাকা জমা দিতে পারেন। এই স্কিমে প্রবীণ নাগরিকরা পাবেন বার্ষিক ৭.৫% সুদ। এসবিআই ভি কেয়ার ডিপোজিট স্কিমের অধীনে প্রবীন নাগরিকরা ৫ থেকে ১০ বছরের এফডিতে অতিরিক্ত অর্ধ শতাংশ প্রিমিয়াম সুদ পান।
আরও পড়ুন : মাসে মাসে রাখুন মাত্র ৫০০ টাকা, এই ৪ স্কিমে টাকা রাখলেই হবেন লাখপতি
SBI FD : ১০ লক্ষ টাকা হয়ে যাবে ২১ লক্ষ টাকা
সাধারণত প্রবীণ নাগরিকরা নিয়মিত গ্রাহকদের তুলনায় ফিক্সড ডিপোজিটে ০.৫০ শতাংশ বেশি সুদ পান, অর্থাৎ ফিক্সড ডিপোজিটে তারা সুদ পান ৬.৫%। নিয়মিত গ্রাহকরা যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ৫ থেকে ১০ বছর পর্যন্ত FD তে বার্ষিক ৬.৫ শতাংশ সুদ পান সেখানে প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ৭.৫% সুদ।
আরও পড়ুন : Fixed Deposit -এ সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে এই ২০টি ব্যাঙ্ক, দেখুন তালিকা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কোনও প্রবীন নাগরিক যদি ১০ বছরের ম্যাচুরিটি প্ল্যানে একসঙ্গে ১০ লক্ষ টাকা জমা করেন, সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুসারে, ওই ব্যক্তি ম্যাচুরিটির সময় ৭.৫% সুদের হারে পাবেন ২১,০২,৩৪৯ টাকা। অর্থাৎ সুদ হিসাবে পাবেন ১১,০২,৩৪৯ টাকা।