মার্কিন ডলার নয়, কোন দেশের মুদ্রা সবথেকে শক্তিশালী? কত নম্বরে রয়েছে ভারত?

Avatar

Published on:

Strongest Currencies In The World And Indian Rupees Position In The List

Strongest Currency In The World : প্রত্যেকটি দেশেরই একটি আলাদা আলাদা মুদ্রা থাকে, যা লেনদেনের সময় কাজে লাগে। তবে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারকে একটি মান হিসেবে ধরা হয়ে থাকে। যার ফলে অনেকেই মনে করেন এটি সবথেকে শক্তিশালী মুদ্রা (Strongest Currency)। কিন্তু সম্প্রতি ফোর্বসের তালিকা থেকে জানা গেছে, বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার (US dollar) নয়। তাহলে প্রথম স্থানে রয়েছে কে ? ভারতীয় মুদ্রাই (Indian Rupee) বা রয়েছে কততম স্থানে? জানুন।

১৮০ টি দেশের মুদ্রাকে স্বীকৃতি দিয়েছেন রাষ্ট্রসংঘ

মুদ্রা লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারকে একটি মাধ্যম হিসেবে ধরা হয়। অনেকেই মনে করেন এটি বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা। কিন্তু ব্যাপারটা একেবারেই ভুল। বিশ্বের ১৮০ টি দেশের মুদ্রাকে লেনদেনের জন্য স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ (United Nations)। কিন্তু ১৮০ টি দেশের মুদ্রার মান কিন্তু একই নয়। আজ আপনাদের জানাবো কোন দেশের মুদ্রা সবথেকে শক্তিশালী এবং সবথেকে কম শক্তিশালী মুদ্রাই বা কোনটি?

প্রথম স্থানে নেই মার্কিন যুক্তরাষ্ট্র

সম্প্রতি ফোর্বস একটি তালিকা প্রকাশ করেছে যা থেকে জানা গেছে, বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রার তালিকায় প্রথমে রয়েছে কুয়েতের মুদ্রা। কুয়েতের মুদ্রাকে কুয়েতি দিনার (Kuwaiti Dinar) বলা হয়। এটি এতটাই শক্তিশালী যে মার্কিন ডলারকেও হার মানিয়ে দেয়। ভারতীয় মুদ্রায় ২৭০ টাকা সমান ১ কুয়েতি দিনার।

এক নজরে দেখে নিন বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রার তালিকা

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাহারিনের বাহারাইনি দিনার। দ্বিতীয় স্থানে থাকা এই ১ টি মুদ্রা ভারতীয় মুদ্রায় ২২০ টাকার সমান। অন্যদিকে ১ বাহারাইনি দিনারের সমান ২.৬৫ মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছে ওমানের রিয়াল। এক ওমান রিয়াল ভারতীয় মুদ্রায় ১১৭ টাকার সমান। অন্যদিকে ২.৭ মার্কিন ডলারের সমান ১ ওমান রিয়াল।

আরও পড়ুন : হুড়মুড়িয়ে কমলো দাম! আজ ১০ গ্রাম সোনার দাম কত? রুপোর দাম কত?

চতুর্থ স্থানে রয়েছে জার্ডেনিয়ার দিনার। পঞ্চম স্থানে জিব্রাল্টার পাউন্ড রয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে ব্রিটিশ পাউন্ড। সপ্তম স্থানে কেইম্যান আইল্যান্ড ডলার রয়েছে। অষ্টম স্থান অধিকার করেছে সুইস ফ্রাঙ্ক।

আরও পড়ুন : ভারতের ১০০ টাকা মালদ্বীপে কত? জানুন মালদ্বীপে ১০০ টাকা নিয়ে কী কী করতে পারবেন

ভারতীয় টাকা কততম স্থানে রয়েছে?

নবম স্থানে রয়েছে ইউরো। জানলে অবাক হয়ে যাবেন এই তালিকায় দশম স্থানে রয়েছে মার্কিন ডলার। আমাদের ভারতীয় মুদ্রা এই তালিকায় ১৫ নম্বর স্থান অধিকার করেছে। এই তালিকা থেকেই স্পষ্ট মার্কিন ডলার আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক লেনদেনের মান হিসেবে গণ্য হলেও প্রথম স্থানে নেই এই মুদ্রা।