Sujit Basu Property : গত শুক্রবার অর্থাৎ ১২ই জানুয়ারি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) দুটি বাড়ি এবং দপ্তরে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য সুজিত বাবুর বাড়িতে এই অভিযান চালানো হয়। সুজিত বসু তৃণমূল শাসক দলের একজন দাপুটে নেতা। জানেন কি ঠিক কত সম্পত্তির মালিক তিনি? প্রকাশ্যে এল তার এবং তার স্ত্রীর আর্থিক সম্পত্তির খতিয়ান (Sujit Basu Net Worth)।
শুধু দমকলমন্ত্রী নন সুজিত বসু
শুধু রাজনীতির মঞ্চে নয়, সারা বছর আরও বিভিন্ন কর্মকান্ডে আমরা দেখতে পাই রাজ্যের দমকল মন্ত্রীকে। বিধান নগরের বিধায়ক সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর কথা সকলেই জানেন। শ্রীভূমির নামে রয়েছে একটি ফুটবল টিম। এই ফুটবল টিম এবারে ইস্টবেঙ্গলকে হারিয়ে কন্যাশ্রী কাপে জয়ী হয়েছে। বোঝাই যাচ্ছে শুধু দমকলমন্ত্রী হিসাবে নয়, সুজিত বসুর অবাধ যাতায়াত সর্বত্র।
কত সম্পত্তির মালিক দমকলমন্ত্রী সুজিত বসু?
এহেন দাপুটে বিধায়ক ২০২১ সালে বিধানসভা ভোটের আগে যে হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন, তা থেকে জানা গেছে ২০১৫ সালের পর থেকে ধীরে ধীরে বেড়েছে সুজিত বসুর আয়। ২০১৫-১৬ অর্থবর্ষে সুজিতবাবু রায় ছিল ২০,১৫,৬৫০ টাকা। ২০১৬ ২০১৭ অর্থ বর্ষে তা বেড়ে হয় ৩৬,০৮,৭৬০ টাকা। ঠিক তার পরের অর্থ বর্ষে অর্থাৎ ২০১৭-১৮ অর্থবর্ষে এই সম্পত্তি বেড়ে দাঁড়ায় ৬০,১৪,১৬০ টাকা।
২০২১ সালে সুজিত বাবু যে হলফনামা জমা দিয়েছিলেন তা থেকে জানা যায়, সেই সময় তার হাতে ছিল নগদ ১,৪৮,০১২ টাকা। ফিক্সড ডিপোজিট আছে ১০ লক্ষ টাকার। তিনি এলআইসি প্রিমিয়াম দিতেন ৫ লক্ষ ১১ হাজার টাকার। ২০১৪ সালে তিনি একটি টয়াটো ইনোভা গাড়ি কিনেছিলেন, যার মূল্য ছিল ১৩,৮৫,৭০০ টাকা। ২০১৯ সালে আরও একটি স্করপিও গাড়ি কিনেছিলেন যার দাম ছিল ১৫,০৩,১১১.০১ টাকা।
কত সম্পত্তির মালিক সুজিত বসুর স্ত্রী?
শুধু সুজিত বাবু নন, তার স্ত্রীর বার্ষিক আয়ও কিন্তু চোখে পড়ার মতো। ২০১৬-১৭ অর্থবর্ষে সুজিত বাবু স্ত্রীর বার্ষিক আয় ছিল ১৬ লক্ষ ৫৭হাজার ৩৯০ টাকা। ২০১৯-২০ অর্থ বর্ষে তা কিছুটা কমে যায়। এই বছর সুজিত বাবু স্ত্রীর অর্থের পরিমাণ ছিল ৩ লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকা। শুধুমাত্র ব্যবসা এবং ব্যাংকে জমানো টাকার সুদের উপর ভিত্তি করেই এত টাকা জমিয়েছেন তারা, এমনটাই জানিয়েছিলেন দমকলমন্ত্রী।
আরও পড়ুন : কত টাকার মালিক মীনাক্ষী মুখার্জী? পড়াশুনার দৌড়ই বা কতদূর?
হলফনামা থেকে আরো জানা গেছে, সেই সময় তার কাছে ছিল ১ কোটি ৪১ লক্ষ ৪৪ হাজারেরও বেশি অস্থাবর সম্পত্তি। সুজিত বাবুর স্ত্রীর কাছে ছিল ৬০ লক্ষ ৬৩ হাজারেরও বেশি অস্থাবর সম্পত্তি। সুজিতের নামে ছিল ১৭৯.৫ গ্রাম সোনার গয়না, যার বাজার মূল্য প্রায় ৪,৭৫,৩৮৯ টাকা। ৩,২৮,৬২৫ টাকা মূল্যের হীরের গয়না ছিল তার কাছে। মেয়েকেও বিয়েতে দিয়েছেন কয়েক কোটি টাকার গয়না। এছাড়াও আছে শ্রীভূমি এলাকার নামে দুটি ঠিকানা।
আরও পড়ুন : কত টাকার মালিক অভিষেক ব্যানার্জী? তৃণমূল নেতার সম্পত্তির পরিমাণ কত?
সুজিত বসুর শিক্ষাগত যোগ্যতা
২০২১ সালে হলফনামায় সুজিতবাবু জানিয়েছিলেন, ১৯৮০ সালে ক্যালকাটা জুবিলী ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করেন তিনি। এরপর ভর্তি হয়েছিলেন মতিঝিল কলেজ অফ কমার্সে। কলেজে ক্লাস ইলেভেন পর্যন্ত পড়াশোনা করার পর আর পড়াশোনা হয়নি তার।