কোন রুটে চলবে সামার স্পেশাল Vande Bharat Express, দেখুন রুট ও টাইম টেবিল

খাতায়-কলমে এখনও গ্রীষ্ম পড়েনি। তবে চৈত্র মাসেই চরম গরমে নাজেহাল হতে হচ্ছে। কাজেই তাপমাত্রা বাড়তে বাড়তে আবহাওয়ার পরিস্থিতি যে কেমন পর্যায়ে পৌঁছবে তা সহজেই অনুমান করা যায়। এমতাবস্থায় দূরপাল্লার ট্রেনে এসি কামরা না পেলে সত্যিই খুব কষ্টসাধ্য হবে যাত্রাটা। যাত্রীদের সুবিধার্থে এবার তাই ‘সামার স্পেশাল’ বন্দে ভারত ট্রেন চালাবে ভারতীয় রেল। কোন রুটে চলবে এই সেমি হাই স্পিড ট্রেন? জেনে নিন।

Summer Special Vande Bharat Express Train Route & Timings

সম্প্রতি রেলের তরফ থেকে জানানো হয়েছে যে গ্রীষ্মে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে এবার সামার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে। স্বাভাবিকভাবেই এতে উপকৃত হবেন সাধারণ মানুষ। এত গরমে ঘেমে নেয়ে স্লিপার ক্লাস বা জেনারেল কামরাতে যেতে হবে না আর। অতিরিক্ত কামরা সংযোজন করা হবে বন্দে ভারতের ট্রেনগুলোতে।

গরমে এসি কামরার চাহিদা বেড়ে যায়। কিন্তু সীমিত সিটের কারণে অনেকেই এসি কোচের টিকিট পান না। নতুন কামরার সংযোজনের ফলে যাত্রীদের চাহিদা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে। যাত্রীরাও দূরপাল্লাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন : নতুন ট্রেন পাবে বাংলা! চলবে এই রুটে, হয়ে গেল ঘোষণা

কোন রুটে সামার স্পেশাল বন্দে ভারত?

কোন রুটে সবথেকে বেশি চাহিদা রয়েছে তা খতিয়ে দেখেই সামার স্পেশাল বন্দে ভারত ট্রেন চালানো হবে। আপাতত একটি রুটেই বন্দে ভারতের সামার স্পেশাল ট্রেন চালু করার কথা ভেবেছে রেল মন্ত্রক। তামিলনাড়ু চেন্নাই এগমোর থেকে নাগেরকয়েল পর্যন্ত বন্দে ভারতের রুটে সামার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে এখন। আগামী দিনে যাত্রীদের চাহিদা অনুসারে অন্যান্য রুটেও চলবে ট্রেন।

আরও পড়ুন : ভিড়ে ঠেলাঠেলির দিন শেষ! লোকাল ট্রেনের যাত্রীদের জন্য নতুন ব্যাবস্থা নিল ভারতীয় রেল

কবে থেকে চলবে এই ট্রেন?

৮ ই এপ্রিল থেকেই বন্দে ভারতের সামার স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী ১২, ১৩, ১৯, ২১, ২৬ এবং ২৮ শে এপ্রিল ট্রেন চালানো হবে আপ এবং ডাউন রুটে। ভোর ৫:১৫ মিনিটে চেন্নাই থেকে ট্রেন ছেড়ে নাগেরকয়েল পৌছবে দুপুর ২:১০ মিনিটে। এরপর নাগেরকয়েল থেকে ২:৫০ মিনিটে বন্দে ভারত সামার স্পেশাল ট্রেন ছাড়বে। যেটা চেন্নাইয়ের এগমোরে পৌঁছবে রাত ১১:৪৫ মিনিটে। বর্তমানে তামিলনাড়ুর চেন্নাই এগমোর থেকে নাগেরকয়েল অবধি বন্দে ভারতের রুটেই সামার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।