ট্রেনে কোন কোন সময়ে চার্জ দেওয়া যায় না? না জানলে দিতে হবে জরিমানা

বিশ্বের চতুর্থ বৃহত্তম গণমাধ্যম অর্থাৎ ভারতীয় রেলের (Indian Railway) মাধ্যমে প্রতিদিন প্রায় ২৪ মিলিয়ন যাত্রী যাতায়াত করে। এই যাত্রাপথে প্রায় প্রত্যেকেরই হাতে থাকে মোবাইল ফোন বা ল্যাপটপ। ট্রেনে থাকা চার্জিং পয়েন্টে প্রায়শই সঙ্গে থাকা ফোন বা ল্যাপটপ চার্জ দিতে দেখা যায় যাত্রীদের। কিন্তু আপনি কি জানেন এই চার্জিং পয়েন্ট নিয়েই একটি নতুন নিয়ম (New Rule) জারি করেছে ভারতীয় রেল? জানেন ঠিক কোন সময় রেলের চার্জিং পয়েন্টে চার্জ দিতে পারবেন না আপনি? কেন এই নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল?

ট্রেনে চেপে এক স্থান থেকে অন্য স্থানে শুধু যাত্রা করলে হয় না, ভারতীয় রেলের জারি করা নিয়ম কানুন গুলি আমাদের জানা উচিত। এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করার সময় যদি এই নিয়মগুলি আপনি না জেনে থাকেন, তাহলে কিন্তু আপনার দ্বারা হতে পারে বড়সড়ো বিপর্যয়। তাই নিয়মগুলি অবশ্যই জেনে বুঝে তারপরে যাত্রা করা উচিত।

দূরপাল্লার ট্রেনে সাধারণত আপনি দেখতে পাবেন আপনার সিটের পাশে রয়েছে চার্জিং পয়েন্ট। অনেকেই যাত্রা করার সময় ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য, নিদেন পক্ষে মোবাইল এই চার্জে বসিয়ে দেন। তবে আপনি কি জানেন এই চার্জিং পয়েন্টে চার্জ দেওয়ার একটি বিশেষ নিয়ম থাকে। এই নিয়ম যদি আপনি না মানতে পারেন তাহলে আপনি ট্রেনের নিয়মবিরুদ্ধ কাজ করে ফেলবেন নিজেরই অজান্তে।

বাড়িতে সাধারণত ল্যাপটপ বা মোবাইল সারা রাতের জন্য চার্জে দিয়ে থাকি আমরা। এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার সময়ও অনেকে কাজটি করে থাকেন কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল কাজ। সাধারণত ১১ টার পর মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জ দেওয়া যায় না ট্রেনে থাকা চার্জিং পয়েন্টে। রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে ট্রেনের চার্জিং পয়েন্টে চার্জে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকে।

আরও পড়ুন : জাতীয় সড়কের মাইল ফলকের আলাদা আলাদা রং হয় কেন? এই রং এর মানে কী?

২০১৪ সালে ভারতীয় রেলের তরফ থেকে এই নিয়মটি যাত্রীদের জন্য কার্যকর করা হয় কারণ ব্যাঙ্গালুরু-হাজুর সাহেব নন্দেন এক্সপ্রেসিং এক যাত্রীর মোবাইল ফোন ওভার চার্জিং হয়ে যাওয়ার ফলে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনার পর থেকেই সারারাত বিশেষ করে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত চার্জিং সিস্টেম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতীয় রেল।

আরও পড়ুন : হু হু করে কমবে পেট্রোল-ডিজেলের দাম, বড় সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার

রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চার্জিং ডকগুলিও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাই আপনি চাইলেও আপনার কোন ইলেকট্রিক পণ্য চার্জ দিতে পারবেন না রাতের বেলা। বিভিন্ন সময় রেল যেভাবে নানান দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে তাতে প্রাণহানির পাশাপাশি হচ্ছে রেলের বহু সম্পত্তির ক্ষতি তাই দুর্ঘটনার হাত থেকে সকলকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস, কোথায় টাকা রাখলে কত সুদ মেলে? কোথায় লাভ বেশি?