Savings Account Interest Rate : এবার আর ২.৭ বা ৪ শতাংশ নয়, একেবারে ৮% সুদ পাওয়া যাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে। NSC বা FD থেকে যে সুদ পাওয়া যেত সেটাই এখন পাওয়া যাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে। তবে এই চড়া সুদ পাওয়ার জন্য মানতে হবে কিছু শর্ত। আজ এই প্রতিবেদনে জানুন কোন কোন ব্যাঙ্ক দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে চড়া সুদ (Interest Rate) এবং কী কী শর্ত মানতে হবে আপনাকে।
সেভিংস অ্যাকাউন্টে চড়া সুদ দিচ্ছে কোন কোন ব্যাঙ্ক?
ESAF স্মল ফিনান্স ব্যাঙ্ক
যে সমস্ত ব্যাঙ্ক চড়া সুদ দেয় তাদের মধ্যে অন্যতম হলো ESAF স্মল ফিনান্স ব্যাঙ্ক। গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের ওপর দেওয়া হয় ৭.৫% সুদ। ২০২৩ সালে নভেম্বর মাস থেকে এই সুদ দেওয়া হচ্ছে। তবে ব্যাঙ্কের শর্ত অনুযায়ী গ্রাহকদের ৫ লাখের বেশি টাকা রাখতে হবে সেভিংস অ্যাকাউন্টে। ৫ লাখের বেশি টাকা থাকলে তবেই এই সুযোগ-সুবিধা পাবেন গ্রাহকরা।
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কও গত বছরে ১৩ ই নভেম্বর থেকে দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে চড়া সুদ। তবে গ্রাহকদের ১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত রাখতে হবে অ্যাকাউন্টে। সঞ্চিত অর্থের ওপর ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দেয় এই ব্যাঙ্ক।
AU স্মল ফিনান্স ব্যাঙ্ক
এই প্রতিষ্ঠানে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হয় দুই ধরনের সুদ। গত বছরের ১১ই সেপ্টেম্বর এবং ১ ডিসেম্বর চালু করা হয়েছে এই দুই ধরনের সুদ। এই প্রতিষ্ঠানে সেভিংস অ্যাকাউন্টে যদি ২ কোটি থেকে ৫ কোটি টাকা আপনি রাখতে পারেন তাহলে ৭.২৫ শতাংশ সুদ পাবেন আপনি। অন্যদিকে আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি ২৫ লাখ থেকে ১০ কোটি টাকার মধ্যে অর্থ থাকে সে ক্ষেত্রে আপনি পাবেন ৭.৫ শতাংশ সুদ।
আরও পড়ুন : FD -তে সুদের হার বাড়ালো এই ৭ ব্যাঙ্ক, জেনে নিন কোন ব্যাঙ্ক কত বেশি টাকা দেবে
IDFC ফার্স্ট ব্যাঙ্ক
২০২৩ সালের ১ অক্টোবর থেকে এই ব্যাঙ্ক সুদের হারে এনেছে বিশাল বড় পরিবর্তন। সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। তবে ব্যালেন্স রাখতে হবে সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত।
আরও পড়ুন : ৯০ দিনেই গ্রাহকরা মালামাল! ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ বাড়ালো এই ব্যাঙ্ক
DCB ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে দিচ্ছে সবথেকে বেশি সুদ। গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ৮% সুদ দেওয়া হচ্ছে এই ব্যাঙ্কের তরফ থেকে। যে সমস্ত গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ১০ লাখ টাকা থেকে ২ কোটি টাকার মধ্যে ব্যালেন্স রয়েছে তারা পাবেন ৮% সুদ। যাদের ১০ কোটি থেকে ২০০ কোটি টাকার মধ্যে ব্যালেন্স থাকবে, তারা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।