RBI -এর নির্দেশে ব্যান হল Paytm! ২৯ তারিখের পর এই ৫ পরিষেবা পাবেন না গ্রাহকেরা

Paytm : এই মুহূর্তে অনলাইনে লেনদেন করতে আমরা এতটাই অভ্যস্ত যে আমাদের হাতের কাছে থাকে না বেশি পরিমাণ অর্থ। এই অনলাইন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে Google Pay, Phone Pe, Paytm। তবে এবার Paytm – এর ওপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) জারি করা কিছু নিষেধাজ্ঞায় গ্রাহকদের পড়তে হচ্ছে বিপদে। কেন এই নিষেধাজ্ঞা? আগামী দিনে কেমন সমস্যায় পড়তে হবে গ্রাহকদের?

ভারতে যে সমস্ত পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে তার মধ্যে অন্যতম হলো Paytm। কিন্তু এবার এই পেটিএম-এর ওপরেই কোপ বসাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ২৯ শে ফেব্রুয়ারির পর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ মেনে কাজ করতে হবে গ্রাহকদের। আগামী দিনে Paytm গ্রাহকদের কী কী সমস্যার সম্মুখীন হতে হবে, জানা যাক এই প্রতিবেদনে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ শোনার পর থেকেই স্বাভাবিকভাবে Paytm গ্রাহকদের মধ্যে চিন্তা বেড়েছে। মূলত ওয়ালেট সহ পেমেন্ট ব্যাঙ্কে থাকা টাকা পয়সা নিয়ে চিন্তা করছেন গ্রাহকরা। RBI – এর নির্দেশের পরিপ্রেক্ষিতে আগামী ২৯ শে ফেব্রুয়ারির পর থেকে Paytm পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে এবং ওয়ালেটে নতুন করে কোনও আমানত গ্রহণ করা যাবে না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিষেধাজ্ঞা মানেনি Paytm

এই নিষেধাজ্ঞা মূলত জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য। ২০২২ সালের ১১ই মার্চ পেটিএম-কে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা কোনও রকম পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহক সংগ্রহ না করেন। এই নিষেধাজ্ঞা না মানার ফলেই কড়া পদক্ষেপ নিতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। এছাড়াও পেটিএমকে তাদের সম্পূর্ণ আইটি সিস্টেম অডিট করতে বলা হয়েছিল কিন্তু তাতেও ত্রুটি থাকার ফলে এমন পদক্ষেপ নিল RBI।

আরও পড়ুন : আর টাকা তোলা যাবে না পুরনো এই পদ্ধতিতে! গ্রাহকদের নতুন নির্দেশ দিল RBI

Paytm অ্যাপ নাকি কেবলমাত্র Paytm পেমেন্ট ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা?

পেটিএম অ্যাপ এবং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবা দেওয়া হয় ওয়ান ৯৭ কমিউনিকেশনের মাধ্যমে। এক্ষেত্রে RBI – এর তরফ থেকে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ওপর জারি করা হয়েছে। যারা অ্যাপটি ব্যবহার করেন তাদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। অ্যাপ ব্যবহারকারীরা আগের মতই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন : Paytm ব্যাঙ্কিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি RBI -এর! মাথায় হাত কোটি কোটি গ্রাহকের

কোন কোন পরিষেবা বন্ধ হবে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশের পর গ্রাহকরা যে পরিষেবা গুলি পাবেন না সেগুলি হল সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট, , প্রিপেইড সুবিধা, ওয়ালেট সুবিধা, ফ্যাসট্যাগ সুবিধা, ন্যাশনাল কমন মোবিলিটি। তবে যাদের টাকা পেটিএম পেমেন্ট অ্যাকাউন্ট অথবা ওয়ালেটে রয়েছে, তারা ইউপিআই এর মাধ্যমে টাকা ট্রান্সফার করার পাশাপাশি টাকা তুলতেও পারবেন।