IRCTC Luggage Rules : প্রতিদিন প্রায় ২ কোটি মানুষ ট্রেনে সফর করেন আমাদের দেশে। যাতায়াতের ক্ষেত্রে এমন অসংখ্য জিনিস রয়েছে যেগুলো নিয়ে ট্রেনে ওঠা নিষিদ্ধ। যাত্রীরা যদি নিষিদ্ধ সেই জিনিস নিয়ে ট্রেনে সফর করেন তাহলে রেলওয়ে আইন অনুসারে হতে পারে জেল ও জরিমানা। কী কী বস্তু রয়েছে রেলের সেই নিষিদ্ধ তালিকায় (IRCTC Luggage Rules)? কোন কোন বস্তু নিয়ে ট্রেনে চলাফেরা করা যাবে? অনিয়মে কী কী শাস্তির বিধান রয়েছে? দেখুন তালিকা।
Things You Can and Cannot Carry in Trains
কোন কোন জিনিস নিয়ে ট্রেনে ওঠা নিষিদ্ধ?
- খালি অথবা ভর্তি গ্যাস সিলিন্ডার
- স্টোভ
- পেট্রোল, ডিজেল
- কেরোসিন
- দাহ্য রাসায়নিক
- আতশবাজি
- অ্যাসিড
- দুর্গন্ধযুক্ত জিনিস
- চামড়া বা ভেজা চামড়া
- তেল, গ্রিস, ঘি
- সিগারেট
- গান পাউডার
- ধারালো অস্ত্র, বন্দুক
- মরা মুরগি বা এই ধরনের প্রাণী
- স্কুটার, সাইকেল
- কুকুর : এসি স্লিপার কোচ, এসিসি চেয়ার কার কোচ, রেগুলার স্লিপার ক্লাস, রেলওয়ের দ্বিতীয় শ্রেণীর কোচে কুকুর নিয়ে যাত্রা নিষিদ্ধ
ট্রেন সফরে কোন কোন জিনিস আপনি নিতে পারবেন?
- সুটকেস, ট্রাঙ্ক, বাক্স : এগুলোর আয়তন যেন ১০০cms × ৬০cms × ২৫cms (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) এর বেশি না হয়।
- পশু ও পাখি : পশুপাখি যদি ট্রেনে বহন করতেই হয় তাহলে তার জন্য আলাদাভাবে রেলকে চার্জ দিতে হবে।
- হাতির জন্য ১৫০০ টাকা; ঘোড়ার জন্য ৭৫০ টাকা; খচ্চর, উট, গরু বা শিং ওয়ালা গবাদি পশুর জন্য ২০০ টাকা, গাধা, ভেড়া, ছাগল, কুকুর, অন্যান্য পশু বা পাখির জন্য ৩০ টাকা।
- অক্সিজেন সিলিন্ডার : মেডিকেল সার্টিফিকেট থাকলে রোগীর সঙ্গে অক্সিজেন সিলিন্ডার ট্রেনের সব ক্লাসে বহন করার অনুমতি রয়েছে।
ট্রেনে কোন ক্লাসে সর্বোচ্চ কত ওজনের লাগেজ/জিনিস নিয়ে ওঠা যায়?
ক্লাস | বিনামূল্যে বহনযোগ্য ওজন | প্রান্তিক ভাতা | সর্বাধিক অনুমোদিত ওজন |
এসি ফার্স্ট ক্লাস | 70 কেজি | 15 কেজি | 150 কেজি |
এসি 2-টায়ার স্লিপার/ফার্স্ট ক্লাস | 50 কেজি | 10 কেজি | 100 কেজি |
এসি 3-টায়ার স্লিপার/এসি চেয়ার কার | 40 কেজি | 10 কেজি | 40 কেজি |
স্লিপার ক্লাস | 40 কেজি | 10 কেজি | 80 কেজি |
দ্বিতীয় শ্রেণী | 35 কেজি | 10 কেজি | 70 কেজি |
ট্রেনে নিষিদ্ধ জিনিস নিয়ে উঠলে কী কী শাস্তি ও জরিমানা হয়?
- যদি উপরিউক্ত নিয়ম অমান্য করেন যাত্রীরা তাহলে রেলওয়ে আইন ১৬৪ ধারা অনুসারে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
- রেলওয়ে আইনের ১৬৫ ধারা অনুসারে অভিযুক্তের ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১১ হাজার টাকা জরিমানা বা উভয়ই শাস্তি হতে পারে।
- অতিরিক্ত ওজন বা নিষিদ্ধ জিনিস বহন করলে লাগেজ স্কেল রেট অনুসারে ৬ গুণ বেশি সে নেওয়া হতে পারে
আরও পড়ুন : আসছে আরও ১০টি বন্ধে ভারত স্লিপার! চলবে এই সকল রুটে
ট্রেনে যাতায়াতের সময় মাথায় রাখবেন যে বিষয়গুলো
- দরজার সামনে দাঁড়িয়ে যাত্রীরা মোবাইলে কথা বলবেন না।
- ট্রেনে ওঠা বা নামার সময় ফোনে কথা বলবেন না।
- আপনার সঙ্গে থাকা ব্যাগ যেন ট্রেনের বাইরে বেরিয়ে না থাকে।
- তাড়াহুড়ো করে ট্রেনে উঠবেন না। হাতে সময় নিয়ে স্টেশনে পৌঁছন যাতে ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে ছুটতে ছুটতে না ট্রেনে উঠতে হয়।
- ট্রেনে ভ্রমণের সময় হেডফোন ব্যবহার করবেন না।