ATM ব্যবহারের সময় সাবধান! এই ভুল করলেই চলে যাবে সব টাকা

বর্তমান সময়কালে ব্যাঙ্ক থেকে টাকা তোলা কিংবা লেনদেনের জন্য অনেকেই ব্যবহার করছেন ATM। কিন্তু এটিএম থেকে টাকা তোলা যতখানি সহজ ঠিক ততখানি বিপদের। একটু অসাবধান হলেই সাইবার অপরাধীরা আপনার এটিএম হ্যাক করে নিতে পারে। তবে ভয় পাওয়ার কারণ নেই। মাত্র কিছু টিপস মাথায় রাখলেই আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। জেনে নিন কী কী করবেন।

বর্তমানে অনলাইন প্রতারণার হার দিনে দিনে বাড়ছে। বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। হাতিয়ে নিচ্ছে ব্যাঙ্কে থাকা সব টাকা। এই অবস্থায় নিজে সুরক্ষিত থাকতে আপনার এটিএম কার্ডের ট্রানজাকশন অ্যালার্ট অন করে রাখুন সবসময়। যাতে আপনার এটিএম থেকে টাকা তোলা হলেই সেই মেসেজ আপনার কাছে পৌঁছে যায়।

ATM

পাবলিক কম্পিউটার বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় সাবধান। খেয়াল রাখুন এই সময় যেন পেমেন্টের জন্য এটিএমের তথ্য না দিতে হয়। কারণ এর ফলে এটিএমের তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাকে কেন্দ্র করে সাইবার অপরাধীরা আপনার টাকা তুলে নিতে পারে।

এটিএম ব্যবহার করার সময় অচেনা ব্যক্তির সাহায্য নেবেন না। অনেক সময় অনেক ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে সমস্যার মুখে পড়ে অচেনা ব্যক্তির থেকে সাহায্য নিতে যান। এরকমটা করা উচিত নয়। এক্ষেত্রে আপনি এটিএম রক্ষীর সহায়তা নিতে পারেন। কিংবা অসুবিধা হলে ব্যাঙ্কে যান। কিন্তু অপরিচিতর থেকে সাহায্য নেবেন না।

আরও পড়ুন : কোন ব্যাঙ্কের ATM থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?

ATM

আরও পড়ুন : এটিএম কার্ড ছাড়াই তুলুন টাকা! করুন শুধু ছোট্ট এই কাজ

টাকা তোলা বা জমা করার সময় সব সময় চেষ্টা করুন যে এটিএমে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা রক্ষীরা আছেন সেরকম জায়গা বেছে নিতে। আর এটিএমের আশেপাশের এলাকা যেন ফাঁকা না হয়। এরকম ক্ষেত্রে আপনি বাইরে বেরোনো মাত্র প্রতারকরা আপনার টাকা ছিনিয়ে নিয়ে যেতে পারে।