UPI Cashback : প্রযুক্তি যত উন্নত হয়েছে তত আমাদের লাইফ স্টাইল পাল্টেছে। এই পরিবর্তনের মধ্যে অন্যতম হল অনলাইন লেনদেন (Online Payment)। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত হয় UPI। তবে ভারতে যখন প্রথম প্রথম UPI ব্যবহার শুরু হয়েছিল তখন পাওয়া যেত প্রচুর ক্যাশব্যাক। সময়ের সাথে সাথে ক্যাশব্যাক পাওয়াও কমে গেছে এখন। কিন্তু এবার গ্রাহকদের সেই আক্ষেপ আর থাকবে না কারণ UPI লেনদেন করার ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ৭৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কারা পাবেন এই টাকা? কীভাবেই বা পাওয়া যাবে? জানুন।
UPI ব্যবহারের সুযোগ-সুবিধা
এই মুহূর্তে অনলাইন পেমেন্ট করে না এমন মানুষ দেখতে পাওয়া যাবে না ভারতবর্ষে। ছোট টি স্টল থেকে শুরু করে বড় বড় মেগা বাজার, সর্বত্র এখন চলে অনলাইনে টাকা লেনদেন। এটা ব্যবহার করা যেমন সোজা তেমন দ্রুত টাকা লেনদেন করা যায় এর মাধ্যমে। সব থেকে বড় কথা, সব সময় মোটা অংকের টাকা আপনাকে সঙ্গে নিয়ে বেরোতে হয় না বাড়ি থেকে, তাই টাকা চোট যাওয়ার সম্ভাবনাও থাকে না সেই অর্থে।
UPI লেনদেনে ক্যাশব্যাকের অফার দিচ্ছে এই ব্যাঙ্ক
এবার ইউপিআই লেনদেনে মোটা টাকা ক্যাশব্যাক দিচ্ছে একটি ব্যাঙ্ক। এই বেসরকারি ব্যাঙ্কের নাম ডিসিবি ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের জন্য চালু করা হয়েছে হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমেই ক্যাশব্যাক জেতার দুর্দান্ত সুযোগ নিয়ে এলো এই ব্যাঙ্ক। গোটা বছর চলবে এই অফার।
ব্যাঙ্কের তরফ থেকে ৪ টি বিভাগে দেওয়া হবে এই ক্যাশব্যাক
অ্যাকাউন্টে কোয়ার্টারলি ২৫ হাজার টাকা থাকলে কত ক্যাশব্যাক পাবেন?
ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া এই অফারের ৪ টি ভাগ রয়েছে। যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে কোয়ার্টারলি ২৫ হাজার টাকা থাকবে তারা প্রত্যেকে সর্বাধিক ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। বার্ষিক হিসাব অনুযায়ী ১ বছরে তারা পাবেন সর্বোচ্চ ৬০০ টাকা ক্যাশব্যাক।
আরও পড়ুন : লাগবে না ডেবিট কার্ড! ATM থেকে টাকা তোলার নিয়মে এল বড় পরিবর্তন
অ্যাকাউন্টে কোয়ার্টারলি ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত থাকলে কত ক্যাশব্যাক পাবেন?
যে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে কোয়ার্টারলি ৫০ হাজার টাকা থাকবে, তারা প্রত্যেকে পাবেন মাসিক ১৫০ টাকা করে ক্যাশব্যাক, অর্থাৎ বার্ষিক ১৮০০ টাকা। যাদের অ্যাকাউন্টে কোয়ার্টারলি ১,০০,০০০ টাকা থাকবে তারা পাবেন মাসে সর্বোচ্চ ৩০০ টাকা অব্দি ক্যাশব্যাক। ১ বছরে সেই অংকটা হবে ৩৬০০ টাকা।
আরও পড়ুন : আর টাকা তোলা যাবে না পুরনো এই পদ্ধতিতে! গ্রাহকদের নতুন নির্দেশ দিল RBI
অ্যাকাউন্টে কোয়ার্টারলি ২,০০,০০০ টাকা বা তার বেশি
থাকলে কত ক্যাশব্যাক পাবেন?
যে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে কোয়ার্টারলি ২,০০,০০০ টাকা বা তার বেশি থাকবে তারা পাবেন মাসিক সর্বোচ্চ ৬২৫ টাকা ক্যাশব্যাক। বার্ষিক হিসেব অনুযায়ী তারা পাবেন মোট ৭৫০০ টাকা ক্যাশব্যাক। আপনার যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকে তাহলে এখনই অ্যাকাউন্ট খুলুন এবং পান ক্যাশব্যাক পাওয়ার এই দুর্দান্ত অফার।