দিনরাত AC চালিয়েও কম আসবে বিদ্যুৎ বিল, জেনে নিন ৬টি গোপন কৌশল

Riya Chatterjee

Published on:

Tips To Buy And Use AC

AC Tips : গরমের মরশুমে AC কেনার হিড়িক বেড়ে যায়। তবে বেশিরভাগেরই AC সম্পর্কে সঠিক ধারণা না থাকায় যেমন তেমন AC কিনে বাড়িতে এনে পরে সমস্যায় পড়েন। আপনার জন্য কোন AC ভাল হবে? কোন AC তে বিদ্যুৎ খরচ কম? ইনভার্টার AC কিনবেন নাকি নন-ইনভার্টার? এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিতে হবে AC কিনতে যাওয়ার আগেই। এক নজরে জেনে নিন সবকিছু।

কোন AC কিনবেন?

ঘরের আয়তন অনুসারে AC কিনতে হবে। যদি ঘর বড় হয় সেক্ষেত্রে ১.৫-২ টন ক্যাপাসিটির AC কিনতে হবে। আর যদি ঘর ছোট হয় তাহলে ১ টনের AC কিনলেও হবে। তবে সব সময় ৫ স্টার যুক্ত AC কেনার চেষ্টা করুন। এতে বিদ্যুৎ খরচ কম আসে।

উইন্ডো নাকি স্প্লিট AC কিনবেন?

উইন্ডো AC -র দাম স্প্লিট AC এর তুলনায় কম। তবে বিদ্যুৎ খরচ স্প্লিট AC তে কম। উইন্ডো AC বসাতে হলে জানালাতে বসাতে হয়। স্প্লিট AC তে অনবোর্ড স্লিপিং, টার্বো কুলিং সহ একাধিক সুবিধা পাবেন যা উইন্ডোতে পাবেন না। উইন্ডো AC তে অনেক শব্দ হয়। স্প্লিট AC শব্দহীন।

ইনভার্টার AC কিনবেন কেন?

ইনভার্টার AC তে বিদ্যুৎ খরচ কম হয়। বর্তমানে বেশিরভাগ স্মার্ট AC তেই ইনভার্টার প্রযুক্তির ব্যবস্থা থাকে। ইনভার্টার AC ঘরের তাপমাত্রা অনুসারে কাজ করে। যখন তাপমাত্রা বেড়ে যায় তখন AC কম্প্রেসার চালু করে দিয়ে কুলিং বাড়িয়ে দেয়।

স্মার্ট AC কিনবেন কেন?

স্মার্ট AC কিনলে আপনি স্মার্ট ফোন দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ধরনের AC তে স্মার্ট ডায়াগনস্টিক সিস্টেম, মেইন্টেনেন্স এবং প্রবলেম ইনফরমেশন থাকে। যদি আপনি AC এর সুইচ অফ করতে ভুলে যান তাহলে বাড়ির বাইরে যেখানেই থাকুন না কেন স্মার্টফোনের মাধ্যমে সুইচ অফ করতে পারবেন। এতে কারেন্ট বিল কমানো যাবে।

স্মার্ট AC তে কুলিং এবং হিটিং দুটো সিস্টেমই পাওয়া যায়। অর্থাৎ গ্রীষ্মকালে যেমন কুলিংয়ের সুবিধা পাবেন তেমনই শীতকালে ঘর গরম করার জন্য হিটিংয়ের সুবিধাও পাবেন। AC এর কয়েল যদি তামার হয় তাহলে তা দীর্ঘদিন ভাল থাকবে।

আরও পড়ুন : Electricity Bill কেন বেশি আসে? কীভাবে কমাবেন বিদ্যুতের খরচ?

AC চালানোর সময় মাথায় রাখতে হবে যে বিষয়গুলো

  • AC সব সময় ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসে চালু রাখুন। তাপমাত্রা খুব বেশি কমাবেন না। এর ফলে বিদ্যুৎ খরচ কমবে।
  • AC এর সঙ্গে সিলিং ফ্যান চালালে ঘর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। এক্ষেত্রে সিলিং ফ্যানের স্পিড কমিয়ে রাখতে পারেন। ঘর ঠান্ডা হয়ে গেলে দ্রুত AC বন্ধ করে দেওয়া যাবে।
  • আধুনিক AC তে টাইমারের ব্যবস্থা থাকে। যার ব্যবহারে আপনি AC কতক্ষণ চলবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। সারারাত AC চললে বিদ্যুৎ খরচ বাড়বে। টাইমার লাগানো থাকলে ভোরের দিকে যখন প্রয়োজন নেই তখন AC বন্ধ হয়ে যাবে।
  • দীর্ঘদিন ব্যবহারের ফলে AC ফিল্টারে ময়লা জমতে থাকে। ধুলোবালি জমে যাওয়াতে AC এর উপর চাপ পড়ে, বিদ্যুৎ খরচ বেড়ে যায়। তাই ফিল্টার সবসময় পরিষ্কার রাখতে হবে।
  • AC চালানোর সময় ঘরের জানালা বন্ধ রাখুন। অন্ততপক্ষে দরজা এবং জানলা মোটা পর্দা দিয়ে যেন ঘেরা থাকে। বাইরের গরম হাওয়া যেন প্রবেশ না করতে পারে।
  • স্মার্ট থার্মোস্ট্যাট ব্যবহার করতে পারেন। এই ডিভাইস AC এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। যার ফলে বিদ্যুৎ অনেক কম খরচ হবে।
  • পুরনো AC এর ব্যবহার এড়িয়ে চলুন। কারণ পুরনো AC তে শক্তির খরচ বেশি হয়। কারণ এতে স্মার্ট কুলিং বা এনার্জি সেভিংয়ের অপশন থাকে না।
  • AC মাঝেমধ্যেই সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত। এর ফলে বিদ্যুৎ বিল কম আসবে আর AC ও ভালো থাকবে।