Indian Railways : ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে প্রায়শই নিজেদের নিয়মে আনে পরিবর্তন। আপনিও কি নিয়মিত যাতায়াত করেন দূরপাল্লার ট্রেনে (Train)? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। সম্প্রতি ভারতীয় রেল এমন একটি সিদ্ধান্ত গ্রহন করেছে যা না জানলে আপনি কিন্তু পড়ে যেতে পারেন বিপদে। কী সেই নিয়ম? জানুন বিশদে।
বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল
প্রতিদিন কয়েক হাজার মানুষ দূরপাল্লার ট্রেনে যাতায়াত করে থাকেন। এই দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় তাদের। তবে এবার যাত্রীদের টিকিট নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিল রেল। এবার থেকে ট্রেন ছাড়ার ১০ মিনিটের মধ্যে কোনও যাত্রী যদি নির্দিষ্ট আসনে গিয়ে না বসতে পারে তাহলে তার টিকিট হয়ে যাবে বাতিল।
অন্য স্টেশন থেকে আর ধরা যাবে না ট্রেন
অনেকেই আছেন যারা মূল বোর্ডিং স্টেশনের পরিবর্তে অন্য স্টেশন থেকে ট্রেন ধরেন। ধরুন আপনার টিকিট কাটা রয়েছে শিয়ালদহ থেকে কিন্তু সময় বাঁচাতে গিয়ে আপনি শিয়ালদহ থেকে ট্রেনে না উঠে ব্যান্ডেল থেকে ট্রেন চাপলেন। এই কাজ করে থাকেন অনেকেই। কিন্তু এবার থেকে এই কাজটি করলে আপনার টিকিট হয়ে যাবে ক্যান্সেল।
১০ মিনিটের মধ্যেই আসন গ্রহণ করতে হবে যাত্রীদের
একটি সংবাদমাধ্যমে রিপোর্টে দাবি করা হয়েছে, রেলের নতুন নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি যদি ১০ মিনিটের মধ্যেই নিজের আসনে বসতে না পারেন তাহলে টিকিট ক্যানসেল হয়ে যাবে। রেল তার বেশিরভাগ টিকিট চেকিং স্টাফকে হ্যান্ড হেল্ড টার্মিনাল দিয়েছে। এর মধ্যে যাবতীয় তথ্য অনলাইনে নথিভুক্ত করতে হয় সঙ্গে সঙ্গে।
আরও পড়ুন : ট্রেন টিকিটে কীভাবে পাবেন ৫৫% ছাড়? উপায় বলে দিলেন রেলমন্ত্রী
ট্রেন ছাড়ার ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন টিকিট পরীক্ষক
ট্রেন ছাড়ার ১০ মিনিটের মধ্যে যাত্রীদের সমস্ত বিবরণ নথি ভুক্ত করতে হয় টিকিট চেকারকে। এমতাবস্থায় আপনি যদি ১০ মিনিটের মধ্যে নিজের আসনে না পৌঁছান তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে হবে আপনাকেই। নির্দিষ্ট বোডিং পয়েন্টের পর টিকিট পরীক্ষক ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন।
আরও পড়ুন : বদলে গেল একাধিক ট্রেনের সময়সূচী! বদলালো একাধিক ট্রেনের রুট, এখনই দেখুন তালিকা
১০ মিনিটের মধ্যে আসনে না বসলে কী ব্যবস্থা নেওয়া হবে সেই যাত্রীর বিরুদ্ধে?
কোনও ব্যক্তি যদি ১০ মিনিটের মধ্যে নিজের আসনে না পৌঁছতে পারেন সে ক্ষেত্রে টিকিট পরীক্ষক আসনটিকে ‘আন অকুপাইড’ হিসেবে চিহ্নিত করে দেবেন। টিকিট হয়ে যাবে বাতিল। তাই বুঝতেই পারছেন, এবার থেকে নির্দিষ্ট স্টেশন থেকেই ট্রেনে ওঠার চেষ্টা করুন। নতুবা আপনার নির্দিষ্ট সিট কিন্তু অন্য কারোর হয়ে যেতে পারে।