Types of Waiting List in Indian Railway : দূরপাল্লায় ভ্রমণের জন্য সব সময় যে কনফার্ম টিকিট পাওয়া যাবেই তার নিশ্চয়তা নেই। ওয়েটিং লিস্টে নাম থাকলে ভবিষ্যতে টিকিট করার সুবিধায় মিলতেও পারে আবার নাও মিলতে পারে। ভারতীয় রেলে ৯ রকমের ওয়েটিং লিস্ট রয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা সুযোগ সুবিধা মিলবে। এক নজরে জেনে নিন এই আলাদা আলাদা ওয়েটিং লিস্ট সম্পর্কে।
Types of Waiting List in Indian Railway
Reservation Against Cancellation
RAC : যাত্রীদের RAC টিকিট দেওয়ার অর্থ হল চার্ট তৈরীর সময় তার টিকিট নিশ্চিত এবং তিনি বার্থ পাবেন। চার্ট তৈরি করার পর যদি টিকিট RAC থাকে তার অর্থ যাত্রীকে একটি অর্ধেক বার্থ বরাদ্দ করা হয়েছে। অন্য যাত্রীর সঙ্গে তাকে সাইড লোয়ার বার্থ শেয়ার করতে হবে।
General Waiting List
GNWL : এটা হল সাধারণ ওয়েটিং লিস্ট। যে স্টেশন থেকে ট্রেনের যাত্রা শুরু হয়েছে সেখান থেকে বা তার কাছাকাছি কোনও স্টেশন থেকে ট্রেনে উঠতে চাইলে এই ওয়েটিং লিস্টে নাম অন্তর্ভুক্ত হয়। এই ওয়েটিং লিস্টে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি।
A Pooled Quota Waiting List
PQWL : দূরপাল্লার ট্রেন যেখান থেকে ছাড়বে সেখান থেকে মাঝের কোনও স্টেশন পর্যন্ত সিট বুক করা যায় এর মাধ্যমে। আবার ট্রেন যাত্রার মাঝের কোনও স্টেশন থেকে ট্রেনে উঠে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো যায়। এক্ষেত্রে জেনারেলের তুলনায় টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকে।
Remote Location Waiting List
RLWL : দূরপাল্লার ট্রেনের যাত্রাপথে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন রিমোট লোকেশন হিসেবে চিহ্নিত থাকে। স্টেশনগুলোর জন্য কিছু সিট থাকে। যদিও এতে আসন সংখ্যা খুবই কম। তাই টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনাও কম।
Tatkal Ticket Waiting List
TQWL : এর মাধ্যমে তৎকাল টিকিট পাওয়া যায়। ওয়েটিং লিস্টের টিকিট প্রথমে RAC হয় ও পরে কনফার্ম হয়। তবে তৎকাল কোটার টিকিট RAC হয় না। এই টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম থাকে।
Roadside Station Waiting List
RSWL : ট্রেন যাত্রাপথে শুরুর স্টেশন থেকে যাত্রা পথের মধ্যবর্তী কোনও স্টেশনের টিকিট কাটলে এই ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্ত হয়। এতে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকে।
Request Waiting List
RQWL : ট্রেনের যাত্রা পথে দুটি মধ্যবর্তী স্টেশনের মধ্যে সফরের জন্য টিকিট কাটা হলে এই লিস্টের অন্তর্ভুক্ত হয়। যখন কোনও টিকিট রেলের কোনও কোটাতেই ওয়েটিং লিস্টে জায়গা পায় না তখন এই লিস্টের অন্তর্ভুক্ত হয়।
No Seat Berth Option
NOSB : এটা ওয়েটিং লিস্ট নয়। এই কোটাতে ১২ বছরের কম বয়সী শিশুদের অর্ধেক ভাড়াতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। তবে তাদের সিট দেওয়া হয় না।
Confirmed Ticket
CNF : এক্ষেত্রে যাত্রী পূর্ণ বার্থ পাবেন। এসি ফার্স্ট ক্লাস টিকিটের যাত্রীরা টিকিট কাটার সময় বার্থের ডিটেলস নাও পেতে পারেন। কারণ এ ক্ষেত্রে চার্ট তৈরির সময় ম্যানুয়াল সিলেকশন হয়।
আরও পড়ুন : বদলে গেল নিয়ম, এবার থেকে স্টেশনে এই কাজ করলেই হবে জেল
এছাড়াও অন্যান্য কোটা
- Out Station : অন্যান্য শহরের টিকিট এজেন্সিদের জন্য।
- Head Office/High Official : রেলওয়ে কর্মকর্তাদের জন্য।
- Parliament House : মন্ত্রী, সংসদের সদস্য বা আমলাদের জন্য।
- Defence : প্রতিরক্ষা কর্মীদের জন্য।
- Foreign Tourist : বিদেশি পর্যটকদের জন্য।
- Handicapped Person : প্রতিবন্ধী যাত্রীদের জন্য।
- LD or LQ (Ladies) : মহিলা যাত্রীদের জন্য।
- Duty Pass : রেলের কর্মচারী এবং তাদের পরিবারের জন্য।
- Emergency Quota : জরুরী ভ্রমণের জন্য।
আরও পড়ুন : ভুলেও এই জিনিসগুলো নিয়ে ট্রেনে উঠবেন না,হতে পারে জেল
ওয়েটিং লিস্টে টিকিট কনফার্ম স্ট্যাটাস চেক করবেন কীভাবে?
ওয়েটিং লিস্টে থেকে আপনি কনফার্ম টিকিট পাবেন কিনা নিজস্ব PNR No ব্যবহার করে জানতে পারবেন এই https://www.indianrail.gov.in/enquiry/PNR/PnrEnquiry.html?locale=en ওয়েবসাইট থেকে।