লোক ঠকানোর ব্যবসা শেষ!নিষিদ্ধ হয়ে গেল রামদেবের পতঞ্জলির এই ১৪টি প্রোডাক্ট

Riya Chatterjee

Published on:

Uttarakhand Government Banned 14 Patanjali Products Check List

সুপ্রিম কোর্টে এমনিতেই মুখ পুড়েছিল রামদেব বাবার পতঞ্জলির। আয়ুর্বেদ প্রোডাক্টের বিজ্ঞাপনের নামে কার্যত সাধারণ মানুষকে এতদিন ঠকিয়ে আসছিল সংস্থাটি। সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপে শেষমেষ ক্ষমা চাইতে বাধ্য হন রামদেব বাবা। তবে শুধু ক্ষমা চাওয়াতেই নিষ্কৃতি মিললো না। এবার পতঞ্জলির বেশ কিছু প্রোডাক্টের উপর জারি হল নিষেধাজ্ঞা। কোন কোন সামগ্রী রয়েছে এর মধ্যে? দেখে নিন এক নজরে।

বাবা রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ

সুপ্রিম কোর্টে বেশ কিছুদিন ধরে পতঞ্জলির বিরুদ্ধে কেস চলছিল। পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ তাদের তৈরি বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনে তারা ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছিল। এমনকি তাদের তৈরি প্রোডাক্টের প্রচারে তারা এ্যালোপ্যাথির মত চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধেও প্রচার চালাচ্ছিল। পতঞ্জলির করোনিল ঔষধি করোনা দূর করতে পারে, এমনই ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন চালানো হচ্ছিল। সুপ্রিম নির্দেশে শেষমেষ ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পতঞ্জলির কোন কোন প্রোডাক্ট নিষিদ্ধ হয়েছে?

সুপ্রিম কোর্টের পাশাপাশি উত্তরাখণ্ড সরকারও এবার কড়া পদক্ষেপ নিল সংস্থার বিরুদ্ধে। উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলির দিব্য ফার্মেসির ১৪ টি ঔষধিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ।

আরও পড়ুন : বন্ধ হল বিক্রি, এই খাবারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি পশ্চিমবঙ্গ সরকারের

গত ২৯শে এপ্রিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আর ভি অশোকন বলেন রামদেব বাবা কার্যত বিজ্ঞাপনের নামে সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিলেন। তাদের সংস্থার তৈরি করোনিল করোনাকে নিরাময় করতে পারে এমন দাবি করেন। এমনকি আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও সাধারণ মানুষের মনে সন্দেহ ঢুকিয়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞানের অপমান করে বারবার তিনি অপপ্রচার চালিয়েছেন সাধারণের মধ্যে।

আরও পড়ুন : ভারতে নিষিদ্ধ এই ৪ ধরনের মোটর বাইক, চালালেই পড়বেন ফ্যাসাদে

রামদেব দাবি করেন, “আধুনিক ওষুধ বোকা বিজ্ঞান”। একমাত্র তাদের সংস্থার তৈরি আয়ুর্বেদিক ঔষধি মানুষকে সুস্থ করে তুলতে পারে। পতঞ্জলির বেশ কিছু প্রোডাক্টের বিজ্ঞাপন বিভ্রান্তিকর বলে দাবি করে সুপ্রিম কোর্ট। এই ধরনের বিজ্ঞাপন বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। রামদেবের বিরুদ্ধে অবমাননার অভিযোগ দায়ের করা যাবে কিনা ৩০শে এপ্রিল সেই মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট।