Virat Kohli Record : আজ ব্যাঙ্গালোরে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি (India Vs Afghanistan T20) সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি রয়েছে। গত দুদিনের ম্যাচে অবশ্য সিরিজ জিতেই নিয়েছে ভারত। তবুও আজকের এই ম্যাচ কার্যত ক্রিকেটপ্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিরাট কোহলির (Virat Kohli) ভক্তদের জন্য আজকের দিনটা বিশেষ। কারণ আজকের এই ম্যাচেই এক অভিনব রেকর্ড করার সুযোগ পাবেন বিরাট।
দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি ক্রিকেট কেরিয়ারে অসংখ্য রেকর্ড করেছেন বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারসহ একাধিক নামিদামি ক্রিকেট তারকার রেকর্ড ভেঙেছেন। যদিও গত বছর বিশ্বকাপের পর বিরাট কোহলির পরবর্তী পারফরমেন্স নিয়ে বেশ প্রশ্ন উঠছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ফিরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কি দেখা যাবে বিরাট কোহলিকে?
অনেকেই মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ দলে দেখা যাবে না বিরাট কোহলিকে। ২০২২ সালের বিশ্বকাপেই তিনি নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। ২০২৩ এর আইপিএল বাদে এই ফরম্যাট থেকে নিজেকে দূরেই রাখছিলেন বিরাট। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আবার ফিরে এলেন কোহলি।
আফগানিস্তানের বিরুদ্ধে বিরাটের টি-টোয়েন্টি ইনিংস
সিরিজের প্রথম ম্যাচে অবশ্য বিরাট কোহলি ছিলেন না। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাকে দেখেই খুশি হয়ে যান ভারতীয় ক্রিকেট সমর্থকরা। দ্বিতীয় ম্যাচে ২৯ রান করেছিলেন তিনি। আজকের ম্যাচে তার ফলাফল কেমন হয় সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। সেই সঙ্গে আজকের ম্যাচ খেলে নিজেকে কেরিয়ারের অন্যতম রেকর্ড তিনি গড়ে ফেলতে পারেন কিনা সেটাও দেখার।
আরও পড়ুন : রাহুল-রোহিত বাদ, বিরাটও কি থাকবেন না? চূড়ান্ত হল T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার একাদশ
কোন রেকর্ড গড়তে চলেছেন বিরাট কোহলি?
বিরাট কোহলির টি-টোয়েন্টি কেরিয়ার বলছে তার সামনে আজ রয়েছে এক অভিনব রেকর্ড গড়ার সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ১২ হাজার রান করার কৃতিত্বের নিকটে রয়েছেন তিনি। তার জন্য তার প্রয়োজন মাত্র ৬ রান। তাহলেই তিনি প্রথম ভারতীয় হিসেবে T20 ক্রিকেটে ১২ হাজার রান তোলা ক্রিকেটার হতে পারবেন।
আরও পড়ুন : বিরাট কোহলির জন্য বিরাট ক্ষতি হয়ে গেল বাবর আজমের! মাথায় হাত পাকিস্তানের
বিরাট কোহলির আগে এই রেকর্ড কোন কোন খেলোয়াড়ের রয়েছে?
বিরাট কোহলির আগে আর কোনও ভারতীয় ক্রিকেটার এমন নজির গড়তে পারেননি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল এবং কায়রন পোলার্ড এই রেকর্ড করতে পেরেছেন। সেই সঙ্গে পাকিস্তানি খেলোয়াড় শোয়েব মালিকও এই কৃতিত্ব অর্জন করেছেন। সেই তালিকায় কি এবার জুড়বে বিরাটের নাম? সেটাই এখন দেখার।