ক্রমশ বাড়ছে রাজ্যের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রী ছাড়িয়ে গিয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই গরমে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদের যারা বাইরে বেরোচ্ছেন। বিশেষ করে শিশুদেরও গরম সহ্য করেই স্কুলে যাতায়াত করতে হচ্ছে। তাই সকলেই অপেক্ষা করছে গরমের ছুটির জন্য।
এই বছর গরম এত বেশি পড়েছে যে শেষমেষ গরমের ছুটির দিন কিছুদিন এগিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গরমের ছুটি সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে। জানানো হয়েছে যে এই বছর ৬ ই মে থেকে স্কুলগুলোতে গরমের ছুটি পড়বে। এই ঘোষণাতে খুবই খুশি স্কুলের ছাত্র-ছাত্রী এবং অবিভাবকরা।
এই বছর ৯ ই মে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আসন্ন লোকসভা ভোটের কথা এবং গরমের পরিস্থিতি খতিয়ে দেখে গরমের ছুটি কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে তার আগে প্রত্যেকটা স্কুলকে পরীক্ষা শেষ করে নেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন : ভোটের দিন এই কাজ না করলেই মিলবে শাস্তি, হবে মোটা টাকার জরিমানা
গরমের কারণে হাঁসফাঁস অবস্থা হচ্ছে ছোট থেকে বড় সকলের। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাইরে থাকতে নিষেধ করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত চরম তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ছোট ছোট শিশুরা যাতে অসুস্থ না হয়ে পড়ে তাই এই অগ্রিম গরমের ছুটির প্রয়োজন ছিল বলে মনে করছেন শিক্ষকরাও।
আরও পড়ুন : বাড়িতে নিজেই কীভাবে AC পরিস্কার করবেন, জেনে নিন পদ্ধতি
অন্যান্য বছর গরমের ছুটি পাওয়া যায় ১০ দিনের জন্য। তবে এই বছর যেহেতু লোকসভা ভোট রয়েছে তাই স্কুলগুলোতে গরমের ছুটি চলবে প্রায় এক মাস। ৬ ই মে থেকে গরমের ছুটি শুরু হয়ে চলবে ২রা জুন পর্যন্ত।