ভোটের জন্য কোন কোন দিন ছুটি থাকবে স্কুল? জেনে নিন এক ক্লিকে

Riya Chatterjee

Published on:

West Bengal School Holidays For Loksabha Election 2024

১৯শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। চলবে ১লা জুন পর্যন্ত। প্রায় দেড় মাসের কাছাকাছি এই ভোট পর্ব সম্পন্ন হবে ৭ দফায়। স্বাভাবিকভাবেই ভোট উপলক্ষে বন্ধ থাকবে স্কুল-কলেজগুলি। এবারে তাই গরমের ছুটি ছাড়াও এই রাজ্যের স্কুল পড়ুয়ারা অতিরিক্ত ছুটি পেতে চলেছে ভোট উপলক্ষে। কবে কোন দিন কোন কোন জেলার স্কুল বন্ধ থাকবে ভোটের কারণে? দেখে নিন এক নজরে।

বাংলায় কবে কোথায় ভোট রয়েছে?

  • ১৯ শে এপ্রিল (প্রথম দফা)‌ : কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,
  • ২৬ শে এপ্রিল (দ্বিতীয় দফা)‌ : রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং,
  • ৭ ই মে (তৃতীয় দফা)‌ : মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর,
  • ১৩ ই মে (চতুর্থ দফা) : কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর,
  • ২০ শে মে (পঞ্চম দফা) : শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া,
  • ২৫ শে মে (ষষ্ঠ দফা) : পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর,
  • ১ লা জুন (সপ্তম দফা) : কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগর,

আরও পড়ুন : ক্ষমতায় এলে কী কী করবে মোদি সরকার? দেখুন বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং

গরমের ছুটি কবে?

ভোটের কারণে এই বছর গরমের ছুটির দিন এগিয়ে আনা হয়েছে। ৯ ই মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। সেই জায়গায় ৬ ই মে থেকে গরমের ছুটি ঘোষণা হয়েছে। চলবে ২ রা জুন পর্যন্ত। এছাড়া যেদিন যেখানে ভোট রয়েছে সেখানকার সরকারি ও বেসরকারি কর্মচারীরা ওই দিন সবেতন ছুটি পাবেন। সেই সঙ্গে যে স্কুলগুলোকে ভোট কেন্দ্র করা হয়েছে সেখানে ভোটের আগের দিনও ছুটি থাকবে।