ঠান্ডাতে থরহরিকম্প বাংলা! শীত কবে কমবে রাজ্যে? এল বড় আপডেট

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই শীতের (Winter) দাপট বেশ ভাল টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বরং আবহাওয়া (Weather) থাকবে শুষ্ক। ঠান্ডার পাশাপাশি জেলায় জেলায় ঘন কুয়াশায় ঢেকেছে। বড়দিনের আগে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আসতে পারে।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত একটা কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে। রাজ্যের তাপমাত্রা এখন ৫ থেকে ১০ ডিগ্রির কাছাকাছি রয়েছে। দার্জিলিং-কালিম্পং জেলার তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে নেমে এসেছে। আপাতত কয়েকদিন তাপমাত্রার পারদ নিচের দিকেই থাকবে।

বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে আবার নতুন করে শীত দাপট দেখাবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা আরও কমবে। দিনের দিকে তাপমাত্রার পারদ উপরে উঠলেও রাতে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে।

আরও পড়ুন : এক ধাক্কায় DA বাড়ছে সরকারি কর্মীদের! কত শতাংশ বাড়লো? শুনলে আনন্দে লাফাবেন

আপাতত এই সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাহাড়ের জেলাগুলোতে আজ তুষারপাতের সম্ভাবনা নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

আরও পড়ুন : ২০২৪ -এ রোজগার বাড়বে এই ৪ রাশির, লক্ষ্মী-নারায়ণের কৃপায় সমৃদ্ধি এবার তুঙ্গে

এই ঠান্ডার মধ্যে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। ঠান্ডা কমবে কবে? তার উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী তিনদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই রাতের দিকের তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী পাঁচ দিন রাজ্যে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি।