বায়োমেট্রিক ভেরিফিকেশন না করলে বন্ধ হবে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি? বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

LPG Biometric Update : পায়ে পায়ে আমরা এসেছি নতুন একটি বছরে। পুরনো বছরের যত সমস্যা পেছনে ফেলে দিয়ে নতুন আশা নিয়ে আমরা শুরু করেছি একটি নতুন যাত্রা। তবে কিছু কিছু সমস্যা এখনো আমাদের পিছু ছাড়েনি, যার মধ্যে একটি হল এলপিজি গ্যাসের বায়োমেট্রিক ভেরিফিকেশন। এখনো যদি আপনি ভেরিফিকেশন না করে থাকেন তাহলে এই মুহূর্তে ঠিক কি করনীয়, সেটাই আজ জানাবো আপনাদের।

গতবছর ডিসেম্বর মাসে এলপিজি গ্যাসের আধার লিঙ্ক করাতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে গ্রাহকদের। সম্পূর্ণ বিষয়টি বিনামূল্যে হলেও ভোর থেকে এলপিজি ডিলারের অফিসের সামনে লাইন পড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল বহু গ্রাহকদের। এর মধ্যেই আবার অনেক ডিলারদের বিরুদ্ধে জোর করে চার্জ নেওয়ার অভিযোগও উঠেছিল। অভিযোগ উঠেছিল বলপূর্বক সুরক্ষা পাইপ কেনানোর বিরুদ্ধেও।

এই সমস্ত অভিযোগের মধ্যেই ইন্ডিয়ান অয়েল চালু করেছিল একটি টোল ফ্রি নম্বর, যেখানে সমস্ত অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা। তবে প্রায় একমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অনেকেই আছেন যাদের এখনও আধার লিঙ্ক করানো হয়নি গ্যাসের সঙ্গে। আপনিও যদি এখনও আধার লিঙ্ক না করে থাকেন তাহলে ঠিক কি কি সমস্যার সম্মুখীন হবেন আপনি? সেটাই বলবো আপনাদের।

ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের গত ৩১শে ডিসেম্বরের মধ্যে আধার লিঙ্ক করানো নির্দেশ দিয়েছিল তবে বায়োমেট্রিক যাচাই না হলে ভর্তুকি যে আসবে না সেই বিষয় নিয়ে কোন কথা বলেননি সংস্থা। তবে রিপোর্ট অনুযায়ী জানা গেছে, আধার লিঙ্ক না করালেও এখনই বন্ধ হবে না ভর্তুকি, কারণ বায়োমেট্রিক করানোর জন্য কোন শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়নি সংস্থার তরফ থেকে। তবে গ্রাহকদের যাতে দীর্ঘ লাইনে না দাঁড়াতে হয় তার জন্য কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন সংস্থা।

আরও পড়ুন : সাহারায় জমা করা টাকা ফেরত পাবেন আমানতকারীরা! ভোটের আগে বড় ঝটকা কেন্দ্রর

নতুন বছরে গ্রাহকদের বাড়িতে গিয়ে ডেলিভারি কর্মীরাই আধার যাচাই করণ প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন সংস্থা। এছাড়াও ফেস রেকগনিশনেক মাধ্যমে অ্যাপ নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়াও চালু করবেন সংস্থা। এই সবকিছুর ফলে অনেকটাই সুবিধা পাবেন বয়স্ক গ্রাহকরা। বোঝাই যাচ্ছে, আধার লিঙ্ক করানোর ক্ষেত্রে আরো কিছুটা সময় পাওয়া যাবে সংস্থার তরফ থেকে।

আরও পড়ুন : আর চলবে না লোহার গ্যাস সিলিন্ডার, কত টাকায় কীভাবে নেবেন কম্পোজিট সিলিন্ডার জানুন

ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ থেকেই আধারের তথ্য যাচাইকরন করা হবে। এই অ্যাপটির পাশাপাশি ডাউনলোড করতে হবে ভারত সরকারের আধার ফেস রেড অ্যাপটি। ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম এই দুই গ্যাসের গ্রাহকদের জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়িতে বসে যে কোন সময় বিনামূল্যে আপনি করে নিতে পারবেন আপনার গ্যাসের সঙ্গেই আধার লিঙ্ক।