টাকা উপার্জন করার পন্থা অনেকের জানা থাকলেও কিভাবে সঠিক উপায়ে টাকা বিনিয়োগ করতে হয় সেটা অনেকের কাছেই এখনো অজানা। বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে উপযুক্ত স্থান হল ব্যাংক এবং পোস্ট অফিসের (Post Office) ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। সঠিক সুদের বিনিময়ে ফিক্সড ডিপোজিটে আপনি রাখতে পারবেন আপনার সঞ্চিত অর্থ একেবারে নিশ্চিন্তে। আজ এই প্রতিবেদনে আপনি জানবেন যদি ফিক্সড ডিপোজিট থেকে মেয়াদের আগে টাকা তুলে নেন তাহলে কতটা ক্ষতি হবে আপনার।
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট
সবার আগে জেনে নিতে হবে ফিক্সড ডিপোজিট কি। ফিক্সড ডিপোজিট হল এমন একটি স্কিম যেখানে আপনার সঞ্চিত অর্থ জমা থাকে এবং একটি সময়ের পর আপনি একটি নির্দিষ্ট সুদ সহ আপনার আসল টাকা ফেরত পান। তবে ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটেড রিটার্ন অনেকটাই বেশি তাই অনেকেই পোস্ট অফিসকেই প্রাধান্য দেন। ১ বছর থেকে ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা যায়।
মেয়াদের আগে টাকা তুললে কি হবে
১ থেকে ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা যায় পোস্ট অফিসে, মেয়াদ শেষে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ সমেত আপনার অর্থ ফেরত দিয়ে দেওয়া হয়। কিন্তু কোন কারণে যদি আপনি সময়ের আগেই টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে জানতে হবে কিছু নিয়ম। এই মুহূর্তে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বর্তমানে ৪ শতাংশ।
সবার আগে জানিয়ে রাখি ১ বছর, ২ বছর এবং ৩ বছরের ফিক্সড ডিপোজিট আপনি ৬ মাসের আগে বন্ধ করতে পারবেন না এবং ৫ বছরের ফিক্সড ডিপোজিট আপনি ৪ বছরের আগে কোন ভাবেই বন্ধ করতে পারবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সময়ের আগে যদি আপনি টাকা তুলে নিতে চান তাহলে কতটা ক্ষতি হবে আপনার।
আরও পড়ুন : এক ধাক্কায় DA বাড়ছে সরকারি কর্মীদের! কত শতাংশ বাড়লো? শুনলে আনন্দে লাফাবেন
আপনি যদি ২ বছর বা ৩ বছরের ফিক্সড ডিপোজিট ১ বছরের মধ্যে তুলে নেন তাহলে ১ বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হারে আপনাকে ২ শতাংশ জরিমানা কেটে অর্থ ফেরত দেওয়া হবে। আপনি যদি ৩ বছরের ফিক্সড ডিপোজিট ২ বছরের মধ্যে তুলে নেন তাহলে ২ বছরের ফিক্সড ডিপোজিট সুদের হারে আপনাকে ২ শতাংশ জরিমানা কেটে অর্থ ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন : কম পুঁজিতে ব্যবসা করেও হবেন মালামাল! ২০২৪ এ ঘরে বসে শুরু করুন এই কাজ
৫ বছরের ফিক্সড ডিপোজিট আপনি ৪ বছরের আগে কোনভাবেই তুলতে পারবেন না। যদি আপনি ৪ বছরের মাথায় তুলে নিতে চান আপনার টাকা, সেক্ষেত্রে ৪ বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হারে আপনার ২ শতাংশ কেটে ফেরত দেওয়া হবে অর্থ। আপনি ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ যত খুশি টাকা জমা দিতে পারেন।
আরও পড়ুন : চেকে টাকার অংক লেখার পর ONLY কেন লেখা হয়? ৯৯% মানুষ জানেন না