রূপে কার্ড ব্যাবহারের সুবিধা কী কী আর অসুবিধা কী কী?

Rupay Card Benifits : বর্তমান সময়ে অনলাইনে লেনদেন চালিয়ে যাওয়ার জন্য ডেবিট এবং ক্রেডিট কার্ডের চাহিদা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ভিসা কার্ড, মাস্টার কার্ডের পাশাপাশি গত কয়েক বছরে রূপে কার্ড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই কার্ডের যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনই বেশ কিছু অসুবিধা আছে এর ব্যবহারের। তাই নতুন কার্ড নেওয়ার আগে জেনে নিন সবকিছু।

RuPay Debit Card: Types, Benefits & Features

রূপে কার্ড কী?

এটা এক ধরনের দেশি ডেবিট বা ক্রেডিট কার্ড। একমাত্র ভারতেই এর ব্যবহার করা যায়। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেটওয়ার্কে রূপে কার্ড কাজ করে। এই কার্ড ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করা যায়।

রূপে কার্ডের সুবিধা গুলো কী কী?

  • খরচ কম : এই কার্ড নেওয়ার সময় কোনও জয়েনিং ফি লাগে না। অনেক রূপে কার্ডে লাইফ টাইম ফ্রি ফিচার থাকে। যার ফলে লেনদেনে খরচ হয় না।
  • ইউপিআই পেমেন্ট : এই কার্ড ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করা যায়। পিয়ার টু পিয়ার লেনদেন, অনলাইন শপিং সবই হয়।
  • ব্যাপক বিস্তার : বিগত কয়েক বছরের রূপে কার্ডের বিস্তার জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়েছে। যেকোনও ব্যবসা কিংবা প্ল্যাটফর্মে অনায়াসে এই কার্ড ব্যবহার করতে পারেন।
  • ব্যাপক ডিস্কাউন্ট মেলে : রূপে কার্ড ব্যবহার করে লেনদেন করলে অনেক সময় ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। অনেক সুবিধা জনক ডিল অফার করে এই কার্ড।
  • নিরাপত্তা : রূপে কার্ড ব্যবহার করে আর্থিক লেনদেন নিরাপদ থাকে। গ্রাহকের ক্ষতি করে না।
  • ঋণ পাওয়ার সুবিধা : ক্রেডিট স্কোর ভালো থাকলে রূপে কার্ড থেকে আপনি ঋণ নিতে পারবেন। গ্রাহককে পুরস্কার, ক্যাশব্যাক ও বীমা কভারেজ দেয় এই কার্ড।
  • বীমা কভারেজ : দুর্ঘটনার ক্ষেত্রে ১০ লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ মিলবে রূপে কার্ড থেকে।
  • অন্যান্য সুবিধা : কার্ড হারিয়ে গেলে দেড় লক্ষ টাকা পর্যন্ত কভারেজ মিলবে।

রূপে কার্ড ব্যবহারের অসুবিধাগুলো কী কী?

  • বিদেশে এই কার্ড ব্যবহার করতে পারবেন না।
  • অনলাইন পেমেন্টে শুধু ইউপিআইয়ের সঙ্গেই কার্ড লিঙ্ক হয়।
  • এই কার্ডে ব্যাঙ্কের তরফ থেকে ব্যয়ের সীমা নির্ধারণ করা থাকে। গ্রাহক তার ইচ্ছামত খরচ করতে পারবেন না।
  • রূপে ক্রেডিট কার্ডে ব্যবসায়ীদের থেকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট নেওয়া হয়। এর ফলে ইউপিআইতে ক্রেডিট কার্ড ব্যবহারের সময় বেশি টাকা দিতে হয়।

আরও পড়ুন : লাগবে না ডেবিট কার্ড! ATM থেকে টাকা তোলার নিয়মে এল বড় পরিবর্তন

রূপে কার্ড কত রকমের হয়?

  • ট্রাভেল কার্ড : ভ্রমণ সংক্রান্ত খরচে বোনাস পয়েন্ট মিলবে।
  • ফুয়েল কার্ড : পেট্রোল পাম্পে পেট্রল বা ডিজেল কেনার সময় ছাড় মিলবে।
  • রিওয়ার্ড কার্ড : প্রত্যেকবার খরচের সময় ক্যাশব্যাক বা বোনাস পয়েন্ট মিলবে। থাকবে আকর্ষণীয় পুরস্কার।
  • প্রিমিয়াম কার্ড

আরও পড়ুন : ATM থেকে টাকা তোলার সময় এই কাজ করলেই খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ভারতে প্রচলিত জনপ্রিয় কিছু রূপে কার্ড

  • State Bank of India (SBI) – Rupay Platinum
  • IDFC First Power – HP Rupay Card
  • Union Bank of India – Rupay Credit
  • HDFC Bank – UPI Rupay Credit
  • ICICI Bank – Coral Rupay credit
  • Axis Bank – Rupay Indian Oil
  • Bank of Baroda – IRCTC RUPAY Credit
  • Punjab National Bank (PNB) – Platinum Rupay Credit
  • Induslnd Bank – Rupay credit
  • Kotak Mahindra Bank – Rupay Platinum