ATM থেকে জাল নোট পেলে কী করবেন? কীভাবে পাবেন আসল নোট

Fake Note : নোট বন্দি করেও জাল নোটের রমরমা আটকাতে পারেনি কেন্দ্রীয় সরকার (Central Government)। এখনো দোকানে বাজারে টাকা লেনদেন করার সময় আপনার হাতে চলে আসতে পারে জাল নোট। কিন্তু তা বলে এটিএমেও? হ্যাঁ এটিএম থেকেও অনেক সময় জাল নোট বেরোয়। আপনিও যদি কখনো ৫০০ টাকার কোনো জাল নোট এটিএম (ATM) থেকে পান, কি করবেন তখন? জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

ATM থেকে জাল নোট বের হলে কী করবেন?

অনলাইনে লেনদেন বেড়ে যাওয়ায় এখন কারোর কাছে সেই অর্থে ক্যাশ টাকা থাকে না। কিন্তু কখনো যদি ফোনে নেটওয়ার্ক- এর কোন সমস্যা হয় বা অনলাইন লেনদেন মাঝপথে আটকে যায় তখন একমাত্র ভরসা ক্যাশ। হাতের কাছে পর্যাপ্ত ক্যাশ না থাকলে তড়িঘড়ি ছুটতে হয় এটিএমে। এটিএম থেকে টাকা তুলতে গিয়েই যদি ৫০০ টাকার জাল নোট আপনার হাতে আসে, কি করবেন কখনো ভেবে দেখেছেন?

ATM কাউন্টারে করুন এই কাজ

প্রথমেই যে জাল নোটটি আপনার হাতে এসেছে সেটির ছবি তুলুন। এরপর এটিএম-এর সিসিটিভি ক্যামেরার সামনে গিয়ে নোটটিকে দেখান। যতটা সিসিটিভির কাছে যেতে পারবেন ততটাই ভালো। আপনার কাছে থাকা জাল নোটের ছবি যেন সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যায়।

সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে করুন এই কাজ

এবার এটিএম স্লিপের আর নোটের ছবি তুলুন একসঙ্গে। এটিএম- এর বাইরে যদি কোন কর্মচারী থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাকে বিষয়টি বলুন। এরপর নোটটি নিয়ে সোজা চলে যান সংশ্লিষ্ট ব্যাঙ্কে। ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে দেখা করে নিজের সমস্যা বলুন।

আরও পড়ুন : আর টাকা তোলা যাবে না পুরনো এই পদ্ধতিতে! গ্রাহকদের নতুন নির্দেশ দিল RBI

এইভাবে পাবেন আসল নোট

ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বললে সেখান থেকে একটি ফর্ম দেওয়া হবে আপনাকে। সেই ফর্ম ফিলআপ করে এটিএম স্লিপ আর জাল নোট ব্যাঙ্কে জমা করে দিন। এবার ব্যাঙ্ক একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার জাল নোট পরীক্ষা করবে। সবকিছু সঠিকভাবেই হয়ে গেলে আপনি পেয়ে যাবেন আসল নোট।

আরও পড়ুন : ব্যাঙ্ক দেউলিয়া হলে কীভাবে ফেরত পাবেন টাকা? জেনে নিন পদ্ধতি

একাধিক জাল নোট বের হলে কী করবেন?

তবে এটিএম থেকে যদি একটির জায়গায় একাধিক জাল নোট আপনার কাছে আসে, সে ক্ষেত্রে আর ব্যাঙ্কে গেলে হবে না। যেতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। গোটা বিষয়টি আরবিআই তদন্ত করবে এবং তদন্ত শেষে আপনার জাল নোট বদলে আসল নোট দেবে। সব সময় মনে রাখবেন এমন কোন ঘটনা ঘটলে ঠান্ডা মাথায় কাজ করবেন। হুট করে এটিএম থেকে বেরিয়ে যাবেন না।