ফ্রি-পরিষেবার দিন শেষ! What’sApp ব্যবহার করতে এবার থেকে প্রতিমাসে দিতে হবে টাকা

Avatar

Published on:

WhatsApp users on Android may soon have to pay to backup chats on Google Drive

What’s App : এই মুহূর্তে What’s App এমন একটি অ্যাপ, যেটি ছাড়া একেবারে অচল মানুষ। শুধুমাত্র মেসেজ আদান- প্রদান নয়, যে কোন ভিডিও এবং অডিও পাঠানোর জন্য এই অ্যাপটির কোন তুলনা হয় না। তবে এতদিন যে অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা হতো, সেটি ব্যবহার করতে গেলে এবার দিতে হবে চার্জ। নতুন বছরের শুরুতেই এই খবর শুনে রীতিমতো স্তম্ভিত সাধারণ মানুষ।

এতদিন What’s App ব্যাকআপ Google Drive- এ স্টোর করা যেত একেবারে বিনামূল্যে। Google Drive-এর ১৫ জিবি স্টোরেজ কোটার অংশ ছিল না What’s App ব্যাকআপ। কিন্তু এবার থেকে এই ব্যাকআপ চলে আসবে Google Drive এর ১৫ জিবি স্টোরেজ কোটার মধ্যে।

আপনার What’s App ব্যাকআপের জন্য যদি স্টোরেজ না থাকে, সেক্ষেত্রে আপনাকে অর্থ দিতে হবে Google One – এর জন্য। আপনারা যারা জানেন না তাদের বলি, Google One হল Google – এর এমন একটি সাবস্ক্রিপশন যা আপনাকে Google Drive-এর অতিরিক্ত স্টোরেজ প্রদান করার সুযোগ-সুবিধা দেয়। তবে এই সুবিধা নিতে গেলে এবার থেকে অর্থ দিতে হবে আপনাকে।

আপনি যদি ১০০ জিবি প্ল্যান কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে প্রতি মাসে ১৩০ টাকা। অর্থাৎ ১৩০ টাকার বিনিময়ে আপনি ১০০ জিবি স্টোরেজ কিনে নিতে পারবেন। ১০০ টাকার পাশাপাশি ২০০ জিবি স্টোরেজের জন্য আপনাকে দিতে হবে ২১০ টাকা। যদি আপনি ২ টিবি স্টোরেজ রাখতে চান সে ক্ষেত্রে ৬৫০ টাকা খরচা হবে আপনার।

আরও পড়ুন : ভূমিকম্পে বিপর্যস্ত জাপান! ফোনে আপনি কীভাবে পাবেন ভূমিকম্পের এলার্ট? করুন শুধু ছোট্ট এই কাজ

তবে প্রথমেই এই প্ল্যান কিনতে হবে না আপনাকে। যতদিন আপনার Google Drive – এ জায়গা রয়েছে ততদিন কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। কিন্তু পর্যাপ্ত জায়গা যখন থাকবে না তখন আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে Google One – এর। কিভাবে এই সাবস্ক্রিপশন নেবেন সেটাও জেনে নিন আজ।

আরও পড়ুন : দেশের প্রথম AI শহর তৈরি হচ্ছে অযোধ্যাতে! দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

এই সাবস্ক্রিপশন নেওয়ার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে one.google.com এ। এরপর আপনার জিমেল একাউন্ট দিয়ে লগইন করুন। কোন প্ল্যান আপনি কিনতে চান সেটি বেছে নিন এবার। আপনার পছন্দের প্ল্যানের বিকল্প অনুযায়ী অর্থ প্রদান করুন। এটুকু করলেই আপনি পেয়ে যাবেন Google One – এর সাবস্ক্রিপশন।