এই মুহূর্তে বিনিয়োগকারীদের অনেকের মধ্যে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে (Tax Savings Fixed Deposit) বিনিয়োগের প্রবণতা বেড়েছে। এতে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। সেই কারণে বিভিন্ন ব্যাঙ্কে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে শুরু করেছেন ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু এই মুহূর্তে ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে সব থেকে বেশি সুদ কোন ব্যাঙ্ক দিচ্ছে জানেন? জেনে নিন এই প্রতিবেদন থেকে।
বর্তমান প্রতিযোগিতার বাজারে গ্রাহক ধরে রাখার জন্য এবং নতুন গ্রাহক টানতে বেশ কিছু ব্যাঙ্ক সম্প্রতি সুদের হারের পরিবর্তন এনেছে। ৩১ শে জুলাই আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তাই কর বাঁচানোর জন্য অনেকেই এই সময় বিভিন্ন স্থানে বিনিয়োগ করছেন। তার মধ্যে অন্যতম হলো ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট।
ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে আপনি যত টাকা বিনিয়োগ করছেন তার থেকে প্রাপ্ত সুদের উপর আপনি কর ছাড় পাবেন। আইনের ১৯৬১ ধারার ৮০ সি আওতায় আপনি বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন এর থেকে। অধিকাংশ ব্যাঙ্ক এখন সাত শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুবিধাও রয়েছে।
এখন অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ৭ শতাংশ সুদ দিচ্ছে এই খাতে। যদি কেউ পাঁচ বছরের জন্য এই ব্যাঙ্কগুলোতে সেভিংস এফডিতে দেড় লক্ষ টাকা রাখেন তাহলে ২.১২ লক্ষ টাকা রিটার্ন পাবেন। কানারা ব্যাঙ্ক ৬.৭ শতাংশ সুদ দিচ্ছে। অর্থাৎ এতে আপনি পাঁচ বছরে ২.০৯ লক্ষ টাকা ফেরত পাবেন। ব্যাঙ্ক অফ বরোদা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই চারটি ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে ৬.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন : ATM ব্যবহারের সময় সাবধান! এই ভুল করলেই চলে যাবে সব টাকা
আরও পড়ুন : ৩০০ ব্যাঙ্কে সাইবার আক্রমণ! বন্ধ UPI পরিষেবা, মাথায় হাত গ্রাহকদের
ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ৬.২৫ শতাংশ সুদ দিচ্ছে। দেড় লক্ষ টাকা কোনও ব্যক্তি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে ২.০৫ লক্ষ টাকা পাবেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। অর্থাৎ দেড় লক্ষ টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে তিনি ২.০২ লাখ টাকা ফেরত পাবেন।