রাম মন্দিরের উদ্বোধন কোন চ্যানেলে দেখা যাবে? বাড়িতেই বসে দেখুন লাইভ টেলিকাস্ট

Ram Mandir Inauguration Telecast : ২২ শে জানুয়ারি সোমবার, বহু প্রতীক্ষিত এই দিনটি। কারণ এই দিনেই তো অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Opening) হবে। যদিও এদিন সরাসরি মন্দিরের অন্দরে সাধারণ ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। তবে রাম মন্দিরের শুভ উদ্বোধন বলে কথা! এই দিনটির সাক্ষী থাকতে পারবেন না কি সাধারণ মানুষ? নিশ্চয়ই পারবেন। নিজের বাড়িতে বসে বসেই আপনি রাম মন্দিরের উদ্বোধন দেখবেন (Live Telecast)। কীভাবে? জানুন।

২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

২২ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে। বারানাসীর পুরোহিত লক্ষীকান্ত দীক্ষিত মন্দিরের অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করবেন। একাধিক রাজনীতিবিদ থেকে শুরু করে সাধুসন্ত এবং সেলিব্রিটিরাও উপস্থিত থাকবেন। তবে সাধারণ মানুষদের জন্যেও রয়েছে বিশেষ ব্যবস্থা। সরাসরি টেলিভিশন মারফত আপনি টিভিতে সেই অনুষ্ঠানটি দেখতে পারবেন।

রাম মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার হবে টিভিতে

দূরদর্শনের তরফ থেকে মন্দির চত্বরে ৪০ টি ক্যামেরা লাগানো হয়েছে। সরযু ঘাটের কাছে রাম কি পাইদি এবং কুবের টিলায় জটায়ু মূর্তি সহ অন্যান্য স্থানেও ক্যামেরা লাগানো হবে। ২২ শে জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ১টার মধ্যে এই ক্যামেরা থেকে লাইভ স্ক্রীনিং চলবে। তাই ভক্তরা সরাসরি অযোধ্যা মন্দির থেকে লাইভ সম্প্রচার দেখতে পাবেন।

কোন কোন চ্যানেলে হবে রাম মন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার?

দূরদর্শন, ডিডি নিউজ এবং ডিডি ন্যাশনালের চ্যানেলগুলোতে এই অনুষ্ঠানের সম্প্রচার হবে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন গোটা দেশবাসী। তবে শুধু টিভি চ্যানেল নয়, সেই সঙ্গে সংবাদ সংস্থাকে ইউটিউব লিংক ও শেয়ার করা হবে। তাই টিভির পাশাপাশি আপনি আপনার স্মার্টফোন মারফতও শুভ অনুষ্ঠানটির সাক্ষী থাকতে পারবেন।

আরও পড়ুন : রামলালার মূর্তি গড়েছেন, ঝুলিতে রয়েছে অনেক কৃতিত্ব! জানেন কে এই কারিগর?

রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান

সোমবার মন্দিরের শুভ উদ্বোধনের পর মঙ্গলবার থেকে সাত দিন ব্যাপী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে। বৈদিক আচারের প্রথম দিন শ্রী অনিল মিশ্র সরযূ নদীতে স্নান করবেন। তারপর ভগবান বিষ্ণুর পূজা করে রাম মন্দিরে পঞ্চগব্য দিয়ে পঞ্চগব্যপ্রাশন করবেন। এরপর বৃহস্পতিবার বৈদিক আচারের তৃতীয় দিন মন্দির কর্তৃপক্ষ মন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি স্থাপন করবে।

আরও পড়ুন : রাম মন্দিরের উদ্বোধনের দিন বাংলায় কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নিন

রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার নিয়ে বিশেষ ব্যবস্থা কলকাতায়

বুধবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দিয়ে জানানো হয়েছে কালীঘাট বহুমুখী সেবা সমিতি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের সরাসরি সম্প্রচার করবে। দক্ষিণ কলকাতার দেশপ্রাণ শাসমল পার্কে পূজার্চনা এবং কীর্তন পরিচালনা হবে। যদিও এই লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি উঠেছিল বিস্তর। তবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানানো হয়েছে অযোধ্যায় শ্রীরাম মন্দির অভিষেক অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে গোটা দেশ জুড়ে।