ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? কত নম্বরে আছে পশ্চিমবঙ্গ?

Riya Chatterjee

Published on:

Which One Is The Poorest State of India

ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করে তুলতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। আগামী কয়েক বছরে কয়েক কোটি মানুষকে দারিদ্রসীমার আওতা থেকে বের করে আনা হবে বলে দাবি করেছে কেন্দ্র। দারিদ্র দূরীকরণে ভারতের যে প্রচেষ্টা তার প্রশংসা করেছে খোদ জাতিসংঘ। বর্তমানে ভারতের সবথেকে গরীব রাজ্য কোনটি জানেন?

২০১৩-১৪ সালে দেশে ২৯.১৭ শতাংশ থেকে ২০২২ সালে ১১.২৮ শতাংশে নেমে এসেছে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যাটা। ২৪.৮২ কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে বের করে আনা হয়েছে। দ্রুত হারে এগোচ্ছে দেশ। তবুও দেশের কোনও কোনও রাজ্য দারিদ্রতার চরমে রয়েছে।

ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি?

এর উত্তর মিলবে MPI এর সমীক্ষার রিপোর্ট থেকে। ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর আয় MPI দিয়ে পরিমাপ করা হয়। প্রধানত একটি রাজ্য কিংবা দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবন যাত্রার মানের উপর সমীক্ষা চালিয়ে দারিদ্রতার মাত্রা যাচাই হয়। পরিসংখ্যান অনুসারে, বিহার বর্তমানে ভারতের সবথেকে দরিদ্র দেশ। এখানেই সব থেকে বেশি দরিদ্র মানুষের বাস।

গ্লোবাল ডেটা ল্যাব নামক সংস্থা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবহার করে ভারতের হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স যাচাই করেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে ২০২১ সালে ভারতের রাজ্যগুলোর মধ্যে বিহার দারিদ্রতার নিরিখে সবার আগে রয়েছে। ঝাড়খন্ড এবং মেঘালয়ও রয়েছে এই তালিকায়।

২০১৯-২১ সালের পর ২০২২-২৩ সালেও বিহার, মেঘালয় এবং ঝাড়খণ্ডের বিশেষ উন্নতি হয়নি। ২০১৯-২১ থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত বিহারের মাত্র ৭ শতাংশ মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। ২০১৯-২১ সালে বিহারে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ৩৩.৭৬ শতাংশ। ঝাড়খণ্ডের ২৮.৮১ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে ছিলেন।

আরও পড়ুন : ভোটের কোটি কোটি টাকার খরচ দেয় কে? কোথা থেকে আসে টাকা?

এই তালিকা অনুযায়ী মেঘালয়ে ২৭.৮৯ শতাংশ, উত্তর প্রদেশ ২২.৯৩ শতাংশ, মধ্যপ্রদেশে ২০ শতাংশের কিছু কম মানুষ দারিদ্র সীমার নিচে ছিলেন। সেই তুলনায় ২০২২-২৩ সালে বিহারে ২৬.৫৯ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছেন। বর্তমানে এই তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে মেঘালয়। তৃতীয় স্থানে রয়েছে ঝাড়খন্ড।

আরও পড়ুন : ভারতে সবথেকে বেশি বেতন দেয় কোন রাজ্য? কত নম্বরে রয়েছে বাংলা?

কত নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ?

বিহার, মেঘালয় এবং ঝাড়খণ্ডের পর যথাক্রমে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ত্রিপুরা এবং ওড়িশা। ভারতের সবথেকে ধনী রাজ্য মহারাষ্ট্র। ২০১৯-২১ সালে পশ্চিমবঙ্গ ছিল ১৩ নম্বরে। পশ্চিমবঙ্গের ১১.৮৯% মানুষ দারিদ্র সীমার নিচে ছিলেন। ২০২২-২৩ সালে কিছুটা উন্নতি করে পশ্চিমবঙ্গ ১৪ নম্বর স্থান অর্জন করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে দারিদ্র সীমার নিচে বসবাসকারীর সংখ্যা ৮.৬ শতাংশ।