৫০০ বছর আগে কে ভেঙেছিল রাম মন্দির? কী পরিণাম হয়েছিল তার জানেন?

Avatar

Published on:

Who Demolished Ram Temple In Ayodhya Before 500 Years Ago

Ayodhya Ram Mandir : ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inaugration) সঙ্গে সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও করা হলো। সমগ্র দেশজুড়ে আজ শুধুই খুশির হাওয়া। তবে এ দিনটি একদিনে আসেনি। এর পেছনে রয়েছে অনেক বিতর্ক, অনেক বিবাদ, আর একটি ৫০০ বছরের পুরনো ইতিহাস। আজ আপনাকে নিয়ে যাব সেই ইতিহাসের (Ram Temple History) পাতাতেই।

রাম মন্দির ভেঙ্গে তৈরি হয় বাবরি মসজিদ

অযোধ্যায় রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে যে বিবাদ তৈরি হয়েছিল তা সকলেরই জানা। কিন্তু কেন মন্দির ভেঙ্গে মসজিদ তৈরি করা হয়েছিল? কার নির্দেশে এই কাজ করা হয়েছিল? যদি না জেনে থাকেন তাহলে আজ এই প্রতিবেদনে আপনাকে জানাবো সেই ইতিহাসের কথাই।

কে ভেঙেছিলেন রাম মন্দির?

জানা যায়, সম্রাট বাবর ভারতে আসার পরেই এই রাম মন্দির ভেঙে ফেলা হয়। বাবরের নির্দেশেই এই রাম মন্দির ভেঙে দেন মীর বাকি। মীর বাকি ছিলেন সম্রাট বাবরের সেনাপতি। তিনি ছিলেন তাসখন্দের বাসিন্দা যা এখন উজবেকিস্থানে রয়েছে। বাবরের সাথেই তিনি এসেছিলেন ভারতবর্ষে।

কে ছিলেন মীর বাকি?

বাবরের ভীষণ বিশ্বস্ত ছিলেন মীর বাকি। একসময় তাকে আওধ প্রদেশের গভর্নরও করা হয়েছিল। যদিও পরবর্তীকালে বাবর এবং মীর বাকির সম্পর্কের মধ্যে অবনতি ঘটে। বাবরের দরবার থেকে বহিষ্কৃত হন তিনি। মীর বাকি সাঘওয়াল, বাকি বেগ এবং বাকি মিংবাশি নামেও পরিচিত ছিলেন। তবে বাবরনামায় শুধুমাত্র মীর হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাবরের নির্দেশে রাম মন্দির ভেঙে ফেলার পর মীর বাকি ১৫২৮ থেকে ১৫২৯ সালের মধ্যে সেখানে তৈরি করা হয় বাবরি মসজিদ। তবে কথাতেই আছে, অন্যায় করলে তার শাস্তি পেতেই হয়। রাম মন্দির ধ্বংস করার মতো যে অন্যায় করেছিলেন মীর বাকি, তার শাস্তি স্বরূপ তাকে মরতে হয়েছিল ভারতেরই এক রানীর হাতে।

আরও পড়ুন : রামের নামে আন্টিলিয়াকে সাজালেন মুকেশ আম্বানি! দেখুন ছবি ও ভিডিও

মীর বাকির সঙ্গে রাজা রণবিজয়ের সিংয়ের যুদ্ধ

বাবরের নির্দেশে যখন রাম মন্দির ভেঙে ফেলার জন্য উদ্যোগী হয়েছিলেন মীর বাকি, ঠিক তখনই তার সঙ্গে যুদ্ধ করেছিলেন হংসয়ার রাজ্যের রাজা রণবিজয় সিং। মীর বাকির সঙ্গে যুদ্ধে নামলেও রণবিজয় সিং-এর সেনাবাহিনী ভীষণ ছোট ছিল আর তাই তিনি যুদ্ধে প্রাণ হারান।

আরও পড়ুন : কেমন সাজানো হয়েছে রাম মন্দির? ঘুরে দেখুন অন্দরমহল

কী পরিণতি হয়েছিল মীর বাকির?

রণবিজয় সিংহের মৃত্যুর পর তার স্ত্রী রানী জয় কুমারী মীর বাকির সঙ্গে যুদ্ধ করেন। রানীর সঙ্গে এই যুদ্ধে মীর বাকি প্রাণ হারান। যদিও ততদিনে রাম মন্দির ভেঙে ফেলা হয়েছে ও গড়ে তোলা হয়েছে বাবরি মসজিদ। এরপর মুঘলরা রানীকে আক্রমণ করেন এবং তিনিও যুদ্ধে মারা যান।