Land In India : কথাতেই আছে সোনা আর জমি, এই দুটির দাম কখনো কমে না। অনেকেই আছেন যারা সোনা এবং জমি কিনে রেখে দেন যাতে ভবিষ্যতে সেগুলি বিক্রি করতে পারেন আরো চড়া দামে। বড় বড় সেলিব্রিটিরা দেশের বিভিন্ন স্থানে জমি কিনে রাখেন যেগুলি পরবর্তীকালে তারা বিক্রি করে দেন বেশি মূল্যে। এবার স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভারতে সবথেকে বেশি জমি রয়েছে কার নামে? তাহলে দেখুন এই প্রতিবেদনটি।
আগামী দিনে ব্যাপক চাহিদা বাড়বে জমির
ভারতবর্ষে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষ বসবাসের জন্য আর জমি পাচ্ছেন না। বাড়ির বদলে ফ্লাটেই মাথা গুঁজতে হচ্ছে তাদের। ভারতের জমি নিয়ে সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট উঠে এসেছে সকলের সামনে যা কিছুটা হলেও চিন্তায় ফেলবে আপনাকে। নাগরিকদের চাহিদা মেটাতে নাকি আগামী দিনে অতিরিক্ত ৪০ থেকে ৮০ লক্ষ হেক্টর জমির প্রয়োজন হবে। আগামী দিনে জমির দাম যে ব্যাপক আকারে বাড়বে তা বলাই বাহুল্য।
ভারতে সবথেকে বেশি জমির মালিক কে?
ভারতে সবথেকে বড় জমির মালিক কোনও সেলিব্রেটি নয় বরং ভারত সরকার নিজেই। গভরমেন্ট ল্যান্ড ইনফরমেশন সিস্টেম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারত সরকারের কাছে জমি ছিল ১৫,৫৩১ বর্গ কিলোমিটার। এই জমি মন্ত্রণালয় এবং ১১৬ টি পাবলিক সেক্টরের অধীনে রয়েছে।
গোটা ভারতবর্ষ জুড়ে ২৯২৬.৬ বর্গ কিলোমিটার জমি রয়েছে রেলের কাছে। ভারতীয় রেল ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রক এবং কয়লা মন্ত্রকের কাছে রয়েছে ২৫৮০.৯২ কিলোমিটার জমি। বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে আছে ১৮০৬.৬৯ বর্গ কিলোমিটার জমি। ভারী শিল্পের কাছে রয়েছে ১২০৯.৪৯ বর্গ কিলোমিটার জমি। নৌপরিবহনের কাছে আছে ১১৪৬ বর্গ কিলোমিটার জমি।
আরও পড়ুন : বাজেটের আগে বড় ঝটকা! এবার থেকে বিনামূল্যে চিকিৎসা পাবেন যেকোনও হাসপাতালে
দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কারা?
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়া। ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়া সারা দেশ জুড়ে কয়েক হাজার গির্জা, ট্রাস্ট, দাতব সংস্থা, স্কুল কলেজ হাসপাতাল এবং সোসাইটি পরিচালনা করে। ক্যাথলিক চার্চের মোট জমির বর্তমান মূল্য ১ লক্ষ কোটি টাকারও বেশি। তৃতীয় স্থানে রয়েছে ওয়াকফ বোর্ড। সারা দেশে কয়েক হাজার মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান পরিচালনা করে এই বোর্ড।
আরও পড়ুন : হাতের মুঠোয় পাবেন সব সরকারি পরিষেবা! ফোনে রাখুন এই ৫ টি App
প্রসঙ্গত, জানলে অবাক হতে হয় যে বিশ্বের কমপক্ষে ৫০ টি দেশ রয়েছে যে দেশগুলোর আয়তন ভারত সরকারের মালিকানাধীন জমির আয়তনের চেয়েও ছোট। এই তালিকায় রয়েছে কাতার, বাহমস, জামাইকা, লেবানন, গাম্বিয়া, সাইপ্রাস, ব্রুনাই, বাহরিন সিঙ্গাপুর সহ আরো অনেক দেশ।