রাম মন্দিরের প্রধান পুরোহিতের বেতন কত? কী শিক্ষাগত যোগ্যতা লাগে পুরোহিত হতে?

Avatar

Published on:

Who Is The Priest Of Ram Mandir And Know About His Salary

Ram Mandir Priest Salary : গতকাল ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান (Ram Mandir Inaugration) সম্পন্ন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও গর্ভ গৃহে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভগবত এবং মন্দিরের প্রধান পুরোহিত। আজ আপনাদের জানাবো অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) প্রধান পুরোহিতের নাম কী? প্রতিদিন রাম মন্দিরে (Ram Mandir) পুজো করার সুবাদে কত টাকাই বা বেতন পাবেন তিনি?

রামমন্দিরের পুরোহিত নির্বাচন করা হল কোন কোন মানদণ্ডের উপর?

পূজারী হিসাবে যারা আবেদন করেছেন তাদের কিছু শর্ত মেনে চলতে হয়েছে। রাম জন্মভূমি ট্রাস্ট-এর তরফ জানানো হয়েছিল, আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই রামনন্দনীয় দীক্ষায় দীক্ষিত হতে হবে। আবেদনকারীকে গুরুকুল শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত হতে হবে।

রাম মন্দিরের প্রধান পুরোহিত কে?

রামলালার প্রধান পুরোহিত হতে চলেছেন মোহিত পান্ডে (Mohit Pandey)। প্রায় ৩ হাজার পূজারী আবেদন করেছিলেন রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য, যার মধ্যে বাছাই করা হয় ২০ জনকে। এই ২০ জনকে ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাম মন্দিরে পুজো করার জন্য। এনাদের মধ্যে প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হয়েছেন মোহিত পান্ডে।

রাম মন্দিরের পুরোহিত মোহিত পাণ্ডের শিক্ষাগত যোগ্যতা

মোহিত পান্ডে দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠ থেকে শিক্ষা লাভ করেছিলেন। ৭ বছর সাম বেদ নিয়ে পড়াশোনা করেছেন তিনি। প্রধান পুরোহিতের কাছে রয়েছে আচার্যের ডিগ্রী। তিনি বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন পিএইচডির।

আরও পড়ুন : কেমন সাজানো হয়েছে রাম মন্দির? ঘুরে দেখুন অন্দরমহল

আগে রাম মন্দিরের প্রধান পুরোহিতরা পেতেন ১৫ হাজার টাকার বেশি বেতন। সহকারি পুরোহিতরা ৯ হাজার টাকা বেতন পেতেন। তবে সম্প্রতি রাম জন্মভূমি ট্রাস্টের তরফ থেকে পূজারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন : কোন পাথরে তৈরি হল রামলালার মূর্তি? কেন এমন কালো পাথরই ব্যবহার হল?

রাম মন্দিরের প্রধান এবং সহ প্রধান পুরোহিত কত টাকা বেতন পাবেন?

রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হবেন তার বেতন হবে বেশ ভালই। যিনি প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হবেন তার বেতন হবে ৩২ হাজার ৯০০ টাকা। সহকারি পুরোহিত হিসেবে যিনি নিযুক্ত হবেন তিনি ৩১ হাজার টাকা বেতন পাবেন।