বিরাট, রোহিত নাকি সূর্যকুমার? টি-টোয়েন্টি বিশ্বকাপে কে হবেন ভারতের ক্যাপ্টেন?

T20 World Cup 2024 : আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তো গত বছর দুর্ধর্ষ পারফরমেন্স ছিল ভারতের। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত। প্রথম থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল ভারত, তবে তাল কাটলো ফাইনালে। সামনেই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। এই রণে কে হবেন ভারতের ক্যাপ্টেন?

সম্প্রতি দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ১-১ ব্যবধানে সমতা এনেছে ভারতীয় ক্রিকেট টিম। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার অধিনায়কত্বেই ভারত দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে। গত বছর ওডিআই বিশ্বকাপে হারার পর ভারতের পাখির চোখ এখন আসন্ন টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কে হবেন ভারতের অধিনায়ক?

আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। টি-টোয়েন্টিতে দীর্ঘদিন পর আবারও দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে এটাই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন বিশ্বকাপে কাকে করা হবে ভারতের অধিনায়ক? প্রশ্ন উঠছে ক্রিকেটপ্রেমীদের মনে।

অধিনায়কের নাম ঘোষণা করে দিলেন সৌরভ গাঙ্গুলী

সম্প্রতি বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান সৌরভ গাঙ্গুলী টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন। সৌরভের মতে আসন্ন এই সিরিজের জন্য আর কাউকে নয়, রোহিত শর্মাকেই অধিনায়ক করা উচিত। সেই সঙ্গে অবশ্যই বিরাট কোহলিকে দলে রাখতে হবে। রোহিত এবং বিরাট, এই দুজনকে দলে রাখলে ভারতকে হারায় এমন সাধ্যি কার?

আরও পড়ুন : ICC T20 World Cup: প্রকাশ্যে এল টি-২০ বিশ্বকাপের সময়সূচি, এই তারিখেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি কেরিয়ার

রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এই দুই খেলোয়াড় কার্যত গত এক দশকে টিম ইন্ডিয়াকে অনেক শক্তিশালী করে তুলেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০৮ রান করেছেন বিরাট কোহলি। তিনি এ পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রেকর্ড করেছেন। অন্যদিকে রোহিত শর্মা ৩৮৫৩ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন : Shreyas Iyer : টেস্টেই শেষ কেরিয়ার! চরম বিপাকে শ্রেয়াস আইআর, উদ্বিগ্ন টিম ইন্ডিয়া

আর কোন খেলোয়াড়ের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলী?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের পারফরম্যান্স খুবই পছন্দ হয়েছে সৌরভের। তিনি প্রশংসা করে বলেছেন, “তরুণ এই ওপেনার ভবিষ্যতে আরও অনেক সুযোগ পাবেন।” সেঞ্চুরিয়ান এবং কেপটাউন টেস্টে চারটে ইনিংসে ৫০ রান তুলেছেন তিনি। ভারত বর্তমানে একটা শক্তিশালী দল। ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে টিম ইন্ডিয়া ভালো পারফর্ম করছে, এমনটাই বলেছেন সৌরভ গাঙ্গুলী।