ব্যাংকে (Bank) একটি নির্দিষ্ট পরিমাণ টাকা লেনদেন করতে গেলে সব সময় ব্যবহার করতে হয় চেক বই। চেক বই না থাকলে ফর্মের মাধ্যমেও টাকা লেনদেন করা যায় কিন্তু চেক বই ইস্যু করা থাকলে চেক বই ব্যবহার করেই টাকা লেনদেন করতে হয়। বিভিন্ন ব্যাংকের চেক বই (Cheque Book) দেখতে বিভিন্ন রকম হয় কিন্তু আজ চেক বই কেমন দেখতে সেই বিষয়ে কোন কথা বলবো না বরং বলব একেবারে একটি অন্য বিষয় নিয়ে কথা।
ভালো করে লক্ষ্য করে দেখবেন যখন আমরা চেক বইয়ে টাকার অংক লিখি তখন সবসময় ONLY কথাটি লিখে দি। এই ONLY কথাটি কেন ব্যবহার করতে হয় সেটাই আজ আমরা বলব। সাধারণত একটি চেক লেখার সময় ওপরে নাম, তারিখ লিখতে হয় এবং নির্দিষ্ট জায়গায় সই করতে হয়। এবার টাকার অংকটি কথায় লিখে তার পাশে একটি ছোট বক্সে লিখতে হয় সংখ্যায়।
যে ছোট বক্সে আপনি লিখবেন আপনার নির্দিষ্ট অর্থের সংখ্যাটি তার পাশে অবশ্যই ONLY কথাটি লিখে দিতে হবে। যদি ONLY কথাটি নাও লিখতে চান সেক্ষেত্রে আপনি একটি স্ল্যাশ টেনে দিতে পারেন। এই কাজটি করার পেছনে একটি সবথেকে বড় কারণ হলো আপনি যখন কোন অর্থ সংখ্যায় লিখছেন তখন তার পেছনে যাতে কোন অতিরিক্ত সংখ্যা বসানো না যেতে পারে তার জন্য এই কাজ করা।
আসলে অনেক সময় বয়স্ক ব্যক্তিরা অন্য কাউকে দিয়ে টাকা লেনদেন করান সে ক্ষেত্রে কোন অসৎ ব্যক্তির হাতে যদি চেক পড়ে যায় তাহলে যে সংখ্যাটি লেখা থাকে তার পেছনে অতিরিক্ত শূন্য বসিয়ে অনেকটা বেশি অংকের টাকা লেনদেন করা যেতে পারে। এই প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার জন্যই সব সময় সংখ্যার পেছনে ONLY কথাটি লিখে দিতে হয়।
আরও পড়ুন : এক ধাক্কায় DA বাড়ছে সরকারি কর্মীদের! কত শতাংশ বাড়লো? শুনলে আনন্দে লাফাবেন
শুধু চেকে নয়, আপনি যদি ফর্মের মাধ্যমেও টাকা লেনদেন করে থাকেন সেক্ষেত্রেও আপনি টাকার অংক সংখ্যায় লেখার পর অবশ্যই ONLY কথাটি বসিয়ে দেবেন যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে না হয় আপনাকে। এছাড়াও চেক লেখার সময় সব সময় চেকের পাতার নম্বরের সংখ্যাটি এবং কত টাকা আপনি তুললেন সেই সংখ্যাটি চেক বইয়ের প্রথম পাতায় লিখে রাখবেন এই কাজটি করলে আপনার ভবিষ্যতে বুঝতে সুবিধা হবে আপনি মোট কত টাকা লেনদেন করেছেন।
আরও পড়ুন : ট্রেনে কোন কোন সময়ে চার্জ দেওয়া যায় না? না জানলে দিতে হবে জরিমানা