শীতে ঠকঠক করে কাঁপছে বাংলা! কবে বিদায় নেবে শীত? এল আবহাওয়ার আপডেট

South Bengal Weather : দীর্ঘ বেশ কয়েক দিন পর রোদের মুখ দেখলো দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। যদিও ঠান্ডা (Winter Forecast) দাপট থেকে রেহাই নেই এখনো। মঙ্গলবারেও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বহু রাজ্যেই এখন শৈত্যপ্রবাহ চলছে। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। আর কতদিন চলবে এরকম শীত? কবে মিলবে মুক্তি? জানুন আবহাওয়া (Weather Update) দপ্তর কী জানাচ্ছে।

আবহাওয়ার খবর

গোটা পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। ঠান্ডাতে জবুথবু অবস্থা উত্তর থেকে দক্ষিণে। গতকাল শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। আজ কলকাতার তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আজ কলকাতায় মরসুমের শীতলতম দিন ঘোষণা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গে শীত কমার প্রসঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর কোনও আশার খবর শোনাতে পারছে না। এখনই এই প্রবল ঠান্ডা হাত থেকে মুক্তি নেই। কলকাতাসহ হাওড়া, হুগলী, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াসহ দক্ষিণ বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত রেকর্ড করা হয়েছে এই মরসুমে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

অন্যদিকে আবার উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা ৮ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল ঠান্ডার দাপট বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশা। সিকিম এবং দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন : ২৩, ২৪, ২৫ সাবধান! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে তাণ্ডব, জারি IMD অ্যালার্ট

আগামী ৪-৫ দিনের আবহাওয়া কেমন থাকবে?

আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলা সকলের দিকে কুয়াশার চাদরে মুড়ে থাকবে।। মালদহ এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং-জলপাইগুড়ির পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহারেও ঘন কুয়াশা থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা আছে।

আরও পড়ুন : সাগরে ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! দক্ষিণবঙ্গের ৭ জেলায় রইল সতর্কতা

দক্ষিণবঙ্গে বর্তমানে এতটা ঠান্ডা পড়ার কারণ হিসেবে নিম্নচাপকেই দায়ী করা হচ্ছে। বুধবার থেকে পূর্ব এবং উত্তর-পূর্বের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছে। আপাতত এই সপ্তাহে আবহাওয়া পরিবর্তনের কোনও খবর নেই।