Government App : বর্তমান যুগে শুধুমাত্র মুঠোফোনের মাধ্যমেই করা যায় যে কোন সমস্যার সমাধান। সিনেমা দেখা থেকে শুরু করে অনলাইনে কেনাকাটা, সবকিছুর জন্যই রয়েছে আলাদা আলাদা অ্যাপ। তবে শুধুমাত্র বিনোদনমূলক অ্যাপ নয়, ফোনে রাখতে হবে বেশ কিছু সরকারি অ্যাপও, যেগুলি থাকলে নিমেষে হয়ে যাবে গুরুত্বপূর্ণ কাজগুলি (Government Service)। আজকের এই প্রতিবেদনে জানুন পাঁচটি সরকারি অ্যাপের কথা যেগুলির সাহায্যে আপনি করতে পারবেন আধার কার্ড আপডেট থেকে ব্যাঙ্ক সংক্রান্ত যে কোনো কাজ নিমেষেই।
এম-আধার (mAadhaar)
mAadhaar : এই অ্যাপের মাধ্যমে আধার সংক্রান্ত যে কোনো কাজ আপনি করে নিতে পারেন। আধার কার্ডের কোন তথ্য আপডেট করা হোক অথবা আধার লক কিংবা আনলক সবকিছুই এই অ্যাপের মাধ্যমে করা যায়। এই অ্যাপের মাধ্যমে আপনি ডিজিটাল আধার ডাউনলোড এবং আধার ব্যবহার করে করতে পারেন eKYC – এর কাজ।
উমঙ্গ (UMANG)
UMANG : এটি এমন একটি সরকারি অ্যাপ, যার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক পরিষেবার সুযোগ পাওয়া যায়। এই অ্যাপের মাধ্যমে আপনি গ্যাস বুকিং, এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড, বিল পেমেন্ট, আধার এবং প্যান কার্ডের যে কোনো কাজ করে ফেলতে পারবেন খুব সহজেই।
ডিজি লকার (DigiLocker)
DigiLocker : ভারতীয় ইলেকট্রনিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক দ্বারা লঞ্চ করা হয়েছে এই অ্যাপটি। আপনি এই অ্যাপের মাধ্যমে গাড়ি নিবন্ধনের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পড়াশোনার মার্কশিট সহ যাবতীয় জরুরী নোটের ডিজিটাল সংস্করণ অ্যাক্সেস করতে পারবেন। যে কোন প্রয়োজনীয় নথিপত্র ডিজিটালি সুরক্ষিত থাকে এই অ্যাপের মধ্যে।
আরও পড়ুন : নিজের ফোনেই করে নিন Aadhaar Card আপডেট! রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি
এম-পরিবহণ (m-Parivahan)
m-Parivahan : এই অ্যাপটি শুধু সাধারণ মানুষ নয়, পরিবহন অপারেটরদের ক্ষেত্রেও ভীষণ কাজের। এই অ্যাপের মাধ্যমে RTO – তে অ্যাপয়েন্টমেন্ট সহ বিভিন্ন পরিষেবার জন্য আবেদন করা যায়। এছাড়া যে কোন পরিবহন সংক্রান্ত কাজ চটজ জলদি অ্যাক্সেস করা যায় এই অ্যাপের দ্বারা। কেউ যদি চান গাড়ির রেজিস্ট্রেশনের সমস্যা পত্র বা ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপিও পেতে পারেন এই অ্যাপটি ব্যবহার করে।
আরও পড়ুন : বন্ধ হয়ে যাবে ৫ বছরের পুরনো ফোন? জানুন সরকারের নতুন নিয়মে কী আছে
এম-পাসপোর্ট সেবা (mPassport Seva)
mPassport Seva : এম- পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত যেকোনো কাজ খুব সহজেই করে ফেলা যায়। এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট-এর জন্য আবেদন করা থেকে শুরু করে রেজিস্ট্রেশন পর্যন্ত করা যায়। মোট কথা এই অ্যাপের মাধ্যমে আপনি পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন নিমিষেই।