পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ৮টি নতুন মেডিকেল কলেজ, গড়ে উঠবে এই সব জেলায়

New Medical Colleges In West Bengal : ভোটের আগে দারুণ এক সুখবর। এই বছর গোটা দেশ জুড়ে ১১২ টি মেডিকেল কলেজ চালু হতে চলেছে। যার মধ্যে বাংলা পাবে ৮টি মেডিকেল কলেজ। এর ফলে ৬০০০ এর কাছাকাছি MBBS -র নতুন সিট বাড়বে বাংলায়। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের মেডিকেল শিক্ষা ব্যবস্থার জন্য এটা একটা দারুণ সুখবর। সরকারি-বেসরকারি মিলিয়ে এই ৮টি নতুন মেডিকেল কলেজ কোন কোন জেলায় চালু হবে দেখে নিন।

যে ৮ টি নতুন মেডিকেল কলেজ বাংলাতে এই বছর চালু হতে চলেছে তার মধ্যে অবশ্য একটি মাত্র সরকারি মেডিকেল কলেজ থাকবে। খড়গপুর মেডিকেল কলেজই একমাত্র সরকারি নিয়ন্ত্রণাধীন। বাদবাকি ৭ টি মেডিকেল কলেজ হবে বেসরকারি। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে গোটা দেশে এইভাবে ১১২ টি নতুন মেডিকেল কলেজ চালু করার সিদ্ধান্ত হয়েছে। যার ফলে মেডিকেলে আসনের সংখ্যাও বাড়বে। যা আগামী শিক্ষাবর্ষের হবু ডাক্তারদের জন্য সুখবর।

কোন কোন জেলাতে নতুন মেডিকেল কলেজ খুলবে?

  • উত্তর ২৪ পরগনা : ২টি,
  • নদিয়া : ২ টি,
  • পুরুলিয়া : ১টি,
  • পশ্চিম মেদিনীপুর : ১টি,
  • পূর্ব বর্ধমান : ১টি,
  • মুর্শিদাবাদ : ১টি,

নতুন যে মেডিকেল কলেজগুলো স্নাতক স্তরে ডাক্তারি পড়ুয়া ভর্তির ছাড়পত্র পেল

  • খড়্গপুরের ডা. বি সি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার (আইআইটি),
  • পুরুলিয়ার ভারত মেডিক‌্যাল কলেজ,
  • পূর্ব বর্ধমানের ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ,
  • অশোকনগরের এম আর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস,
  • নিউটাউনের পি কে জি মেডিক্যাল কলেজ,
  • রানাঘাটের মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স,
  • কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স
  • রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ

আরও পড়ুন : বাংলায় ১৫ দিন বন্ধ থাকবে মদের দোকান! মাথা ঠুকলেও মিলবে না মদ

MBBS আসন সংখ্যা বাড়লো যে মেডিকেল কলেজগুলোর

  • মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ,
  • মালদা মেডিক্যাল কলেজ,
  • কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ,
  • জোকার ইএসআই মেডিক্যাল কলেজ,
  • যাদবপুর কেপিসি মেডিক্যাল কলেজ,
  • দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজ,
  • সনকা মেডিক্যাল কলেজ

আরও পড়ুন : কোন ব্লাড গ্রুপের মানুষদের চিকেন-মাটন খাওয়া উচিত নয়?

উল্লেখ্য, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ২৯ টি সরকারি এবং ৭ টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই সংখ্যাটা বেড়ে হবে যথাক্রমে ৩০ এবং ১৪।