স্বাস্থ্য খাতে সুরক্ষা পাওয়ার জন্য বর্তমানে মেডিক্লেমের উপর ভরসা করেন বহু মানুষ। বিভিন্ন মেডিক্লেম পলিসিতে বিভিন্ন সুবিধা মেলে। এর মধ্যে অন্যতম হল এখানে অতিরিক্ত কর দিতে হয় না। এই নতুন অর্থবছর ২০২৪-২৫ -এ যদি কেউ নতুনভাবে মেডিক্লেমের সুবিধা নিতে চান তাহলে তাদের জন্য রয়েছে বড় খবর। দেখুন এক নজরে।
কর বাঁচানোর পাশাপাশি মেডিক্লেমে এবার আরও বেশ কিছু সুবিধা পেতে চলেছেন বিমাকারীরা। সম্প্রতি IRDAI -এর তরফ থেকে মেডিক্লেম এর নিয়মের নতুন কিছু পরিবর্তনের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে,
পুরনো অসুখ
মেডিক্লেমের নিয়ম অনুসারে যদি কোনও ব্যক্তির আগে থেকেই কোনও অসুখ থেকে থাকে তাহলে সেটাও বিমা করানোর সময় জানানো জরুরী। এতদিন বিমা করানোর ৪ বছর আগে পর্যন্ত কোনও অসুখের কারণে যদি বীমা করানোর পর নতুন করে অসুস্থ হন সেক্ষেত্রে বিমা কোম্পানি দায়িত্ব নিত না। সেই মেয়াদ কমিয়ে বর্তমানে ৩ বছর করানো হয়েছে।
আরও পড়ুন : আজীবন আয়ের গ্যারান্টি! নতুন ধামাকা পলিসি নিয়ে হাজির LIC, এইভাবে করুন বিনিয়োগ
হার্টের অসুখ
বিমা করানোর আগে থেকেই যদি হার্টের অসুখ থাকে তাহলে বিমা কেনার ৮ বছর পর্যন্ত হার্টের বিষয়ের কোনও সমস্যার জন্য সুবিধা পেতেন না বিমাকারীরা। নতুন নিয়ম অনুসারে এই সময়ের মেয়াদ কমিয়ে ৫ বছর করা হয়েছে।
আরও পড়ুন : LIC -র সেরা ৫টি প্ল্যান, ভবিষ্যতের চিন্তা দূর করতে এখুনি দেখুন
বিশেষ অসুস্থতা
বেশকিছু ক্ষেত্রে বিমার সুযোগ দেয় না মেডিক্লেম। যেমন আত্মহত্যার চেষ্টা, মাদক সেবনের কারণে অসুস্থতা, গর্ভাবস্থা-গর্ভপাতের সমস্যা, বন্ধ্যাত্ব, কসমেটিকস বা প্লাস্টিক সার্জারি। এছাড়াও যে বিমা সংস্থা যে রোগটি স্পেসিফিক ডিজিজ হিসেবে চিহ্নিত করে সেক্ষেত্রে বীমা কেনার ৪ বছর পর্যন্ত সেই রোগের ক্ষেত্রে সুবিধা দেওয়া হত না এতদিন। নতুন নিয়মে সেই মেয়াদ কমিয়ে ৩ বছর করা হল।