কত টাকার মালিক মহুয়া মৈত্র? প্রকাশ্যে এল সম্পত্তির খতিয়ান

Riya Chatterjee

Published on:

TMC Leader Mahua Moitra Net Worth Income And More

তৃণমূল শাসক দলের অন্যতম বহুল চর্চিত নেত্রী হলেন মহুয়া মৈত্র। ২০২৪ সালে লোকসভাতে সাংসদ হওয়ার লড়াইতে নেমেছেন তিনি। বরাবরই মহুয়া চর্চায় থেকেছেন তার বিতর্কিত কর্মকান্ডের জন্য। একই সঙ্গে তার বিলাসবহুল জীবনযাপনও সাধারণের চোখ ধাঁধিয়ে দিয়েছে। মহুয়া মৈত্র আদতে কত সম্পত্তির মালিক? কত টাকা রোজগার করেন তিনি?

কখনও ২ লক্ষ টাকার ব্যাগ, কখনও ৮০ লক্ষ টাকা দামের হীরের আংটি, ৩০ লক্ষ টাকার আর্ট পিস, মহুয়া মৈত্রের কাছে এমন অনেক বহু মূল্য জিনিস রয়েছে। তাকে সংসদ থেকে বহিষ্কার করা হলেও তৃণমূল তাকে আবারও ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রার্থী করেছে কৃষ্ণনগর কেন্দ্র থেকে। মনোনয়ন জমা দেওয়ার সময় মহুয়া তুলে ধরেন তার সম্পত্তির খতিয়ান। কী কী রয়েছে তাতে?

মহুয়া মৈত্রর রোজগার কত?

২০২৪ সালের রিপোর্ট অনুসারে ২০১৮-১৯ অর্থবছরে মহুয়া ৫ লক্ষ ৫১ হাজার ৮০ হাজার টাকা আয় করেছিলেন। ২০১৯-২০ অর্থবছরে তার রোজগার দ্বিগুণ বেড়ে হয়েছিল ৯ লক্ষ ২৫ হাজার ৭০ টাকা। ২০২০-২১ অর্থবছরেও তার রোজগার হয়েছিল ৯ লক্ষ ২৯ হাজার ৬৪০ টাকা।

২০২১-২২ অর্থবছরে মহুয়া ১১ লক্ষ ৮১ হাজার ৫৭৮ টাকা রোজগার করেন। ২০২২-২৩ অর্থবছরে মহুয়া ১২ লক্ষ ৭ হাজার ‌৫৪১ টাকা রোজগার করেন। এত গেল তার রোজগারের হিসেব। মহুয়া মৈত্রর কাছে স্থাবর এবং অস্থাবর কত সম্পত্তি রয়েছে?

আরও পড়ুন : কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

মহুয়া মৈত্রর সম্পত্তির পরিমাণ কত?

মহুয়া মৈত্রর অস্থাবর সম্পত্তির পরিমাণ

মহুয়ার কাছে নগদ টাকা, বিভিন্ন বিনিয়োগ, গয়না ইত্যাদি মিলিয়ে মোট ৩ কোটি ৫০ লক্ষ ৬৭ হাজার ১৬৬ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। তার গয়নার মধ্যে ৮০ লক্ষ টাকার একটি হীরের আংটি আছে। সেই সঙ্গে সোনা এবং অন্যান্য ধাতুর গয়না আছে বেশকিছু।

আরও পড়ুন : কত টাকার মালিক সুকান্ত মজুমদার? প্রকাশ্যে এল সম্পত্তির খতিয়ান

মহুয়া মৈত্রর স্থাবর সম্পত্তির পরিমাণ

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় মহুয়া তার স্থাবর সম্পত্তি সম্পর্কে কিছুই উল্লেখ করেননি। ২০২৪ সালেও স্থাবর সম্পত্তির জায়গা ফাঁকাই রেখেছেন তিনি। তবে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ বিগত পাঁচ বছরে ৮৫ লক্ষ ৭১ হাজার ৯১৬ টাকা বেড়েছে। ২০১৯ সালে তার কাছে মোট অস্থাবর সম্পত্তি ছিল ২ কোটি ৬৪ লক্ষ ৯৫ হাজার ২৫০ টাকার।