রোজ ৮ ঘন্টা AC চললে মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসবে?

যেভাবে গরম পড়ছে তাতে দিনে হোক বা রাতে এসি ছাড়া যেন এক মুহূর্তও চলা সম্ভব হচ্ছে না। এদিকে এসি চালানোর জন্য মাসের শেষে যে বিদ্যুৎ বিল আসবে সেকথা ভেবেই আঁতকে উঠছেন অনেকে। এসি চালালে কত টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসে জানা আছে? এসির জন্য মাসে কত টাকা বাড়তি গুনতে হবে আপনাকে? দেখে নিন হিসেবে নিকেশ।

How Much Electricity Does AC Use

ধরা যাক কেউ বাড়িতে ৮ ঘন্টার জন্য এসি চালাচ্ছেন। তিনি বর্তমান উন্নত প্রযুক্তির ১.৫ টনের ইনভার্টার এসি নিয়েছেন। রোজ ৮ ঘন্টা ১.৫ টনের ইনভার্টার এসি চালালে এক মাসে কত বিদ্যুৎ বিল আসতে পারে? দেখুন।

ইনভার্টার এসি চালু হওয়ার সময় বেশি শক্তি ব্যবহার করে। বেশি শক্তি নিয়ে কম্প্রেসার চালু হয়ে দ্রুত ঘর ঠান্ডা করে তোলে। এরপর কিছু সময় চলার পর কম্প্রেসার সম্পূর্ণ বন্ধ না হয়ে মোটরের সাহায্যে এসি চলে। ১.৫ টনের ইনভার্টার এসি ৮০ শতাংশ এনার্জি খরচ করে প্রথম ১ ঘন্টায়। যার ফলে প্রথম এক ঘন্টায় প্রায় ৭০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়।

Formula to Calculate AC Power Consumption

এরপরের ৪ ঘন্টায় ৫০০ ওয়াট বিদ্যুৎ খরচ হবে। তারপরের তিন ঘন্টা ২০০ ওয়াট বিদ্যুৎ খরচ হবে। যদিও এসি চলতে চলতে কতটা বিদ্যুৎ খরচ করবে সেটা নির্ভর করে বাইরে তাপমাত্রার উপর। তবে যদি ধরে নেওয়া যায় এই হিসেবে বিদ্যুৎ খরচ হচ্ছে তাহলে তার দরুণ কত টাকা বাড়তি ইলেকট্রিক বিল আসবে দেখে নিন।

আরও পড়ুন : বাড়িতে নিজেই কীভাবে AC পরিস্কার করবেন, জেনে নিন পদ্ধতি

How much Electricity a 1.5 Ton AC Consumes in 8 Hours

যদি ৮ ঘন্টা এসি চলে তাহলে এক মাসে ৮×৩০ = ২৪০ ঘন্টা চলবে। ৭০০ ওয়াট বিদ্যুৎ রোজ খরচ হলে এক মাসে মোট বিদ্যুৎ খরচ হবে ৭০০×২৪০ = ১৬৮,০০০ ওয়াট। অর্থাৎ একমাসে ১৬৮,০০০ ÷১০০০ মোট ১৬৮ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এবার ধরা যাক আপনার এলাকাতে প্রতি ইউনিট ৭.৫০ টাকা বিদ্যুৎ বিল আসে। অর্থাৎ একমাসে এসি চালানোর জন্য ইলেকট্রিক বিল আসবে ১৬৮ × ৭.৫০ = ১২৬০ টাকা।

আরও পড়ুন : পোর্টেবল AC নাকি সাধারণ AC , কোনটা কিনবেন? কোনটার সুবিধা কি?

উল্লেখ্য, আধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন এসি তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ করে। যদি অনেক পুরনো এসি চালানো হয় তাহলে ২০০০ থেকে ২৫০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। এতে দিনে ২০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে।