পোর্টেবল AC নাকি সাধারণ AC , কোনটা কিনবেন? কোনটার সুবিধা কি?

Riya Chatterjee

Published on:

Portable AC Advantages Use Know Details

গরম পড়তে না পড়তেই যেভাবে তাপমাত্রা চোখ রাঙাচ্ছে তাতে এসি কেনার কথা ভাবছেন অনেকেই। উইন্ডো এসি বা স্প্লিট এসি কেনার থেকে অনেকেই পোর্টেবল এসি কিনবেন বলে ভাবছেন। তবে এই ধরনের এসি কেনার আগে মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়। পোর্টেবল এসি কেনা থেকে শুরু করে এর ব্যবহার, যত্ন সবটাই গুরুত্বপূর্ণ। জেনে নিন বিস্তারিত।

পোর্টেবল এসি কী?

অন্য যে কোনও সাধারণ এয়ারকন্ডিশনার ইউনিটের মতই কাজ করে পোর্টেবল এসি। তবে সাধারণ এসির মত এটা একটি জায়গাতে ফিক্সড নয়। প্রয়োজন মত ঘরের যে কোনও জায়গাতে কিংবা এক ঘর থেকে অন্য ঘরে সহজেই নিয়ে যেতে পারবেন এই এসি।

পোর্টেবল এসি কীভাবে কাজ করে?

  • ইভাপোরেটর কয়েল এবং রেফ্রিজারেন্ট : পোর্টেবল এসির মধ্যে থাকা এই ইউনিটটি বাতাসকে শীতল করে।
  • কম্প্রেসার : ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে রেফ্রিজারেন্টের তাপমাত্রা বাড়িয়ে দেয়।
  • কনডেন্সার কয়েল : গরম রেফ্রিজারেন্টকে ঠান্ডা করে।
  • পাখা : প্রয়োজন অনুসারে এসির মধ্যে বাতাস চলাচল প্রক্রিয়া স্বাভাবিক রাখে।

আরও পড়ুন : বাড়িতে নিজেই কীভাবে AC পরিস্কার করবেন, জেনে নিন পদ্ধতি

পোর্টেবল এসির ব্যবহার সম্পর্কে কিছু কথা

  • পোর্টেবল এসি থেকে নিয়মিত যে জল বের হয় তা খালি করে ফেলতে হয়।
  • পোর্টেবল এসির খরচ কিছুটা বেশি।
  • পোর্টেবল এসি সব সময় জানলা কিংবা দরজার কাছে রাখতে হয়।

আরও পড়ুন : দিনরাত AC চালিয়েও কম আসবে বিদ্যুৎ বিল, জেনে নিন ৬টি গোপন কৌশল

  • একটি পোর্টেবল এসি সাধারণ এসির তুলনায় বেশি বিদ্যুৎ খরচ করে।
  • পোর্টেবল এসির শব্দ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।