ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! কিছুক্ষণের মধ্যেই তোলপাড় হবে এই ৩ জেলা

প্রচন্ড গরমে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির অপেক্ষায় দিন গুণছেন দক্ষিণের বাসিন্দারা। অবশেষে তাদের জন্য এল সুখবর। বিগত কয়েক দিনে তাপপ্রবাহ চলেছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে স্বস্তি পাবেন এই জেলাগুলোর বাসিন্দারা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গে জেলাগুলোর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারী করা হয়েছে।‌ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে প্রবল তাপপ্রবাহ চলবে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও তাপপ্রবাহের কারণে অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে।

দক্ষিণবঙ্গের তিন জেলাতে বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিংপংয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন : কবে বের হবে মাধ্যমিকের রেজাল্ট? দেখে নিন দিনক্ষণ

আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১ থেকে ২° কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ গোটা দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : মোবাইল দিয়ে মাসে ৪-৫ হাজার টাকা ইনকাম করার সবথেকে সহজ উপায়

উত্তরবঙ্গের আবহাওয়া

বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলছে। এই সপ্তাহেও উত্তরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।