কবে বের হবে মাধ্যমিকের রেজাল্ট? দেখে নিন দিনক্ষণ

Riya Chatterjee

Published on:

Possible Date Of Madhyamik Results 2024 Declared By WBBSE President

২০২৪ সালের মাধ্যমিকের রেজাল্ট বের হবে কবে? এই প্রশ্নই এখন রাজ্যের সব মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। সামনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের মধ্যে কি সঠিক সময়ে ফলাফল প্রকাশ করতে পারবে পর্ষদ?

কবে বের হবে মাধ্যমিকের রেজাল্ট?

গত ২রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল পরীক্ষা। সেই অনুসারে ১২ ই মে এর মধ্যেই ফল প্রকাশের কথা। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিকের রেজাল্ট প্রস্তুতির পর্ব শেষ হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী সপ্তাহের সোমবার ফল প্রকাশ হতে পারে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কথায়, “মাধ্যমিকের রেজাল্ট প্রস্তুতির পর্ব শেষ হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কবে ফল প্রকাশ হবে। ভোটের জন্য রেজাল্ট বেরোতে কোনও আইনত সমস্যা আছে বলে আমাদের জানা নেই।” নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে কোনও নির্দেশ আসেনি পর্ষদের কাছে।

আরও পড়ুন : কোথায় ও কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

পর্ষদ সভাপতির মন্তব্য শুনে অনেকেই মনে করছেন ১২ই মে এর আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে। আগামী সোমবার অর্থাৎ ২৯ শে এপ্রিল ফল প্রকাশ হতে পারে। খুব বেশি দেরি হলেও অন্ততপক্ষে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : বদলে গেল ১১ বছরের নিয়ম, এবার নতুন নিয়মে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা

কোথায় কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল?

মাধ্যমিকের ফলাফল জানার জন্য wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনওটিতে যেতে হবে। তারপর তাদের রেজিস্ট্রেশন নম্বর, অ্যাডমিট কার্ডের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় নথি দিয়ে রেজাল্ট দেখতে হবে। শুধু ফলাফল দেখা নয়, অনলাইনে রেজাল্ট ডাউনলোড করে ফেলতে পারবেন পরীক্ষার্থীরা।