কত টাকার মালিক বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান?

ইউসুফ পাঠান, খেলোয়াড় হিসেবেই তার পরিচিতি ছিল এতদিন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন তাকে কার্যত রাজনীতির ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়বেন ইউসুফ পাঠান। তার রোজগার কত? কত সম্পত্তির মালিক তিনি? প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় তিনি উল্লেখ করেছেন সব তথ্য।

ইউসুফ পাঠানের শিক্ষাগত যোগ্যতা

ইউসুফ পাঠানের ছোটবেলা কেটেছে খুবই কষ্টে। তিনি ১১ ক্লাস পাশ করেছেন। এরপরে আর পড়াশোনা করেননি। ক্রিকেটের ময়দানে পা রাখার পর তার ভাগ্য বদলে যায়। ক্রিকেট থেকে তিনি ভালই আয় করেছেন। সেই সঙ্গে বেড়েছে তার সম্পত্তির পরিমাণ। ২৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি এবং ২১ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তার নামে।

ইউসুফ পাঠানের রোজগার কত?

ইউসুফ পাঠান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন ২০১৮-১৯ অর্থবছরে তিনি ৩ কোটি ১০ লক্ষ ১৪ হাজার ৯২৮ টাকা রোজগার করেছেন। ২০১৯-২০ অর্থবছরে তার রোজগার ছিল ২ কোটি ৬ লক্ষ ৪৬ হাজার ৮৩০ টাকা। ২০২০-২১ অর্থবছরে তিনি আয় করেন ১ কোটি ২ লক্ষ ৩৯ হাজার ৫০ টাকা। ২০২১-২২ অর্থবছরে তার রোজগার আরও কমে গিয়ে হয়েছিল ৬৪ লক্ষ ১৮ হাজার ৫৫০ টাকা। ২০২২-২৩ অর্থবছরে ইউসুফ পাঠানের রোজগার বেড়ে হয়েছিল ২ কোটি ৯৪ লক্ষ ২৮ হাজার ৭৬০ টাকা।

আরও পড়ুন : কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

ইউসুফ পাঠানের সম্পত্তির পরিমাণ কত?

ইউসুফ পাঠানের অস্থাবর সম্পত্তির পরিমাণ

পাঠান জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, শেয়ার বাজারে টাকা, গাড়ি, সোনা, হীরের, রুপোর গয়না মিলিয়ে তার কাছে মোট ২৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৩৫১ টাকা ৯১ পয়সার অস্থাবর সম্পত্তি রয়েছে। তার স্ত্রীর কাছে রয়েছে ৫২ হাজার ৩১৫ টাকার অস্থাবর সম্পত্তি।

আরও পড়ুন : কত টাকার মালিক সুকান্ত মজুমদার? প্রকাশ্যে এল সম্পত্তির খতিয়ান

ইউসুফ পাঠানের স্থাবর সম্পত্তির পরিমাণ

তার কাছে চাষযোগ্য জমি, অন্যান্য জমি, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি মিলিয়ে মোট ২১ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৩৫০ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। তার স্ত্রীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। ইউসুফ পাঠানের উপর ১১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার ৫৫৮ টাকা ৩৮ পয়সার লোন রয়েছে।