Mohammed Salim Net Worth : কত টাকার মালিক মোহাম্মদ সেলিম?

২০২৪ সালের লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। গত ১৯ শে এপ্রিল থেকে আগামী জুন মাস পর্যন্ত ৭ দফায় ৪৪ দিন ধরে চলবে ভোট। এখন শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতি। সেই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে একে একে জমা পড়ছে ভোট প্রার্থীদের মনোনয়নপত্র এবং হলফনামা। মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মোহাম্মদ সেলিমও জমা দিয়েছেন তার হলফনামা।

কত দূর পড়াশোনা করেছেন মোহাম্মদ সেলিম?

বাম নেতা মোহাম্মদ সেলিম তার শিক্ষাগত যোগ্যতার জায়গাতে উল্লেখ করেছেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতকোত্তর হয়েছেন। দীর্ঘ বেশ কয়েক দশক ধরে রাজনীতির সঙ্গে জড়িত তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আদালতে। বর্ধমান, বউবাজার সহ বিভিন্ন থানায় তার নামে এফআইআর থেকে মামলা রয়েছে।

মোহাম্মদ সেলিমের রোজগার কত?

সেলিম জানিয়েছেন ২০১৮-১৯ অর্থবছরে তিনি ১২ লক্ষ ৫৩ হাজার ৮৩৬ টাকা আয় করেন। ২০১৯-২০ অর্থবছরে ১ লক্ষ ৮৫ হাজার ৭৭০ টাকা আয় করেন। ২০২০-২১ অর্থবছরে মোহাম্মদ সেলিম ৫ লক্ষ ৩২ হাজার ৫৯০ টাকা উপার্জন করেছিলেন। ২০২১-২২ অর্থবছরে তিনি আয় করেছিলেন মাত্র ৩১ হাজার ৮৪০ টাকা। ২০২২-২৩ অর্থবছরে তার আয় হয় ৪ লক্ষ ১৫ হাজার ৫৮০ টাকা।

মোহাম্মদ সেলিমের স্ত্রীর রোজগার কত?

বাম নেতার তুলনায় তার স্ত্রীর রোজগার অনেক বেশি। তার স্ত্রী রোজিনা খাতুন ২০১৮-১৯ অর্থবছরে ১৫ লক্ষ ৪২ হাজার ৭৭০ টাকা আয় করেন। ২০১৯-২০ অর্থবছরে রোজিনা ১৫ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা আয় করেন। ২০২০-২১ অর্থবছরে ২১ লক্ষ ২৫ হাজার ৮২০ টাকা উপার্জন করেছিলেন তিনি। ২০২১-২২ অর্থবছরে তিনি ২১ লক্ষ ১৪০ টাকা আয় করেন। ২০২২-২৩ অর্থবছরে তিনি ১৯ লক্ষ ৮ হাজার ৬১০ টাকা আয় করেন।

আরও পড়ুন : কত টাকার মালিক বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান?

মোহাম্মদ সেলিমের সম্পত্তির পরিমাণ কত?

মোহাম্মদ সেলিমের অস্থাবর সম্পত্তির পরিমাণ

সেলিম বিভিন্ন খাতে বিনিয়োগ, নগদ এবং অলংকার বাবদ মোট ৭৭ লক্ষ ৪১ হাজার ৭৬২ টাকার অস্থাবর সম্পত্তির মালিক। অন্যদিকে তার স্ত্রী ৬৪ লক্ষ ৩৯ হাজার ৭০৬ টাকার অস্থাবর সম্পত্তির মালিক। মোহাম্মদ সেলিমের নিজের কোনও গাড়ি নেই। তবে তার স্ত্রীর নামে ২ টো গাড়ি আছে।

আরও পড়ুন : কত টাকার মালিক শতাব্দী রায়? শুনলে চমকে যাবেন আপনি

মোহাম্মদ সেলিমের স্থাবর সম্পত্তির পরিমাণ

কলকাতা এবং শিলিগুড়িতে মোহাম্মদ সেলিমের স্ত্রী রোজিনার ২ টো ফ্ল্যাট রয়েছে। যে দুটো ফ্ল্যাটের দাম ২৬ লক্ষ ৭০ হাজার টাকা। এছাড়া মোহাম্মদ সেলিমের নিজস্ব কোনও বাড়ি বা জমি বা স্থাবর সম্পত্তি বলতে কিছু নেই।