১,২,৩,৪ নাকি ৫! কত স্পীডে ফ্যান চালালে ইলেকট্রিক বিল কম আসে?

Riya Chatterjee

Published on:

How To Use Ceiling Fan Regulator To Reduce Electricity Bill

গ্রীষ্মকাল মানেই প্রচন্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যায় না এই সময়। দিনে-রাতে সর্বক্ষণ ফ্যান চালানোর কারণে বিদ্যুৎ বিলও এই মরসুমে হুড়মড়িয়ে বাড়বে। ফ্যান চালিয়েও বিদ্যুৎ বিল কমানোর কি কোনও উপায় আছে? ১,২,৩,৪ নাকি ৫, কত নম্বরে ফ্যান চালালে বিদ্যুৎ বিল কম আসবে? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন।

প্রচলিত ধারণা অনুসারে ফ্যানের স্পিড যত বাড়ে বিদ্যুৎ বিল নাকি তত বেশি আসে। অর্থাৎ ফুল স্পিডে দেওয়ার চেয়ে ১,২,৩,৪ এর স্পিডে ফ্যান ঘুরলে নাকি বিদ্যুৎ বিল কম আসবে এমনটাই মনে করেন অনেকে। অনেকে ৫ এ ফ্যান না চালিয়ে রেগুলেটর ৪ নম্বরে রেখে ফ্যান চালানোর পরামর্শ দেন। এসব যুক্তি কতদূর ঠিক?

ফ্যানের রেগুলেটর বিদ্যুৎ বাঁচাতে পারে?

এ কথা ঠিক যে একটি ফ্যান কতটা বিদ্যুৎ খরচ করবে সেটা আসলে নির্ভর করে তার গতির উপরে। যে রেগুলেটর ভোল্টেজ কমিয়ে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে সেগুলি বিদ্যুতের খরচ কমাতে পারে না। এগুলো ভোল্টেজ কমিয়ে দেয়। যার ফলে ফ্যান কম শক্তি খরচ করে। কিন্তু তাতে বিদ্যুৎ সাশ্রয় হয় না।

রেগুলেটর একটি প্রতিরোধক হিসেবে কাজ করে শুধু। যারা মনে করছেন ২ বা ৩ নম্বরে ফ্যান চালিয়ে তারা বিদ্যুৎ সাশ্রয় করছেন তারা আসলে ভুল ভাবছেন। এতে কিন্তু ঠিক ততটাই বিদ্যুৎ খরচ হচ্ছে যতটা ফ্যান ৫ নম্বরে চললে খরচ হত।

আরও পড়ুন : দিনরাত AC চালিয়েও কম আসবে বিদ্যুৎ বিল, জেনে নিন ৬টি গোপন কৌশল

কত নম্বরে ফ্যান চালালে বিদ্যুৎ বিল কম আসবে?

বর্তমানে বাজারে দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়। একটি রেগুলেটর শুধু ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে। বিদ্যুৎ সাশ্রয় করতে পারে না। অপর রেগুলেটর ফ্যানের গতির পাশাপাশি বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণ করতে পারে। সেগুলোকে বলা হয় ইলেকট্রনিক রেগুলেটর। এগুলো আকারে কিছুটা বড় হয়। দামও সাধারণ রেগুলেটর এর থেকে বেশি হয়।

আরও পড়ুন : Electricity Bill কেন বেশি আসে? কীভাবে কমাবেন বিদ্যুতের খরচ?

কোথায় কিনবেন ইলেকট্রনিক রেগুলেটর?

আপনি চাইলে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে কম দামে ইলেকট্রনিক রেগুলেটর পেয়ে যাবেন। আবার কাছাকাছি ইলেক্ট্রনিক্স এর দোকান থেকেও কিনতে পারেন। প্রথমে দেখে নিন আপনার বাড়িতে কোন ধরনের রেগুলেটর ব্যবহার হচ্ছে। সাধারণ রেগুলেটর বদলে ইলেকট্রনিক রেগুলেটর লাগিয়ে নিন চটপট।