গরমে মানুষের জন্য অরিজিৎ সিং যা করলেন শুনলে গর্বে বুক ভরে যাবে

গায়ক হিসেবে আজ তাকে গোটা দুনিয়া চেনে। একই সঙ্গে বিখ্যাত তার জনদরদী চরিত্র। কথা হচ্ছে অরিজিৎ সিংকে নিয়ে। এই মুহূর্তে ভারতের সেরা গায়কদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু খুবই সাধারণভাবে সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে থাকেন তিনি। এবার অরিজিৎ সিং সাধারণ মানুষের কথা ভেবে যা করলেন তার জন্য বাহবা কুড়োচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে।

সকলেই জানেন অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জে। সেখানে তার বাবা হেঁশেল নামের একটি রেস্টুরেন্ট খুলেছেন। এই হেঁশেল রেস্টুরেন্টের বাইরে এবার পথ চলতি মানুষের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হল। বিগত কয়েকদিনে যেভাবে গরম পড়েছে তাতে দুপুরের সময় যাদের বাইরে বের হতে হচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে ‌হেঁশেল।

জিয়াগঞ্জ শহরের বুকে অবস্থিত হেঁশেল নামের এই রেস্টুরেন্টটিও বেশ বিখ্যাত হয়েছে। প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং এর পরিবারের তরফ থেকে চালানো হয় এই রেস্টুরেন্ট। এখানে ন্যায্য মূল্যে খাবার-দাবার পাওয়া যায়। গরমের কারণে এবার সাধারণ মানুষের জন্য গ্লুকোজ দেওয়া পানীয় জলের বন্দোবস্তও করল হেঁশেল।

আরও পড়ুন : রাজনীতিতে এসেই কপাল পুড়লো রচনা ব্যানার্জীর! দিদি নাম্বার ১-এর জন্য অত্যন্ত খারাপ খবর

স্বাভাবিকভাবেই এই উদ্যোগে খুবই খুশি জিয়াগঞ্জ শহরের বাসিন্দারা। মিডিয়ার সূত্রে এই খবর ছড়িয়ে পড়তেই সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।‌ বর্তমানে এই রেস্টুরেন্টের পরিচালনা করছেন অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং। অরিজিত জিয়াগঞ্জে থাকলে নিজেও মাঝেমধ্যে রেস্টুরেন্টে আসেন। তখন তাকে দেখতে পান তার ভক্তরা।