একটা SMS করেই জেনে নিন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা

Riya Chatterjee

Published on:

How To Check Voter List By Message

দেশ জুড়ে চলছে ১৮ তম লোকসভা নির্বাচন। ৪৪ দিন ধরে সাত দফায় দেশের বিভিন্ন প্রান্তে চলবে এই নির্বাচন। ভোট দেওয়ার জন্য সবার আগে প্রয়োজন ভোটার আইডি কার্ড। ‌ তবে অবশ্যই আপনার নামটিও থাকতে হবে ভোটার লিস্টে। ভোটার লিস্টে নাম না থাকলে ভোটার কার্ড আপনার হাতে থাকলেও ভোট দিতে পারবেন না। ভোটার লিস্টে নাম আছে কিনা জানবেন কীভাবে?

ভোটার লিস্টে নিজের নাম চেক করার পদ্ধতি এখন খুবই সহজ। ফোনের মাধ্যমেই আপনি এই কাজটি ঘরে বসে করতে পারবেন। এর জন্য আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। অথবা শুধু SMS পাঠিয়েও ‌ ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা জানতে পারবেন। এমনকি ইন্টারনেটেরও প্রয়োজন হবে না। মেসেজের মাধ্যমে EPIC স্ট্যাটাস চেক করতে পারবেন যে কেউ।

SMS -এর মাধ্যমে কীভাবে ভোটার লিস্টে নাম চেক করবেন?

এর জন্য আপনাকে ১৯৫০ নম্বরে একটি SMS পাঠাতে হবে আপনার মোবাইল নম্বর থেকে। শুধু নিজের ভোটার কার্ডের মধ্যে থাকা EPIC নম্বর লিখে পাঠালেই হবে। ধরা যাক আপনার ভোটার কার্ডে EPIC নম্বর লেখা রয়েছে XYZ111111। তাহলে ১৯৫০ নম্বরে আপনি শুধু XYZ111111 লিখে পাঠিয়ে দিন। আপনার কাছে পরবর্তীতে মেসেজ চলে আসবে তাতে আপনি জেনে নিতে পারবেন আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা।

আরও পড়ুন : Voter ID কার্ড না-থাকলেও দেওয়া যাবে ভোট, জেনে নিন কীভাবে

কীভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন?

ভোটার লিস্টে নাম চেক করা সবার আগে গুরুত্বপূর্ণ কাজ। এখন আপনাকে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে হবে। আপনার কাছে যদি ভোটার কার্ড না থাকে তাহলে ই-ভোটার কার্ড ডাউনলোড করে নিন। এর জন্য আপনাকে https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে ওটিপি দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে।

আরও পড়ুন : DigiLocker-এ কীভাবে সেভ রাখবেন e-EPIC? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি

ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন কীভাবে?

  • https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করুন।
  • নিজের ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করুন।
  • E-EPIC Download অপশন ক্লিক করুন।
  • EPIC No অথবা Form Reference no বেছে নিন। সঠিক নম্বরটি লিখুন।
  • নিজের রাজ্য নির্বাচন করুন।
  • Search অপশনে ক্লিক করুন।
  • আপনার ভোটার কার্ডের তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। Send OTP অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার রেজিস্টার নম্বরে OTP আসবে। ভেরিফাই করে নিন।
  • ভেরিফিকেশনের পর Download e-EPIC অপশনে ক্লিক করুন।