আগামী ১ লা মে থেকে একাধিক ব্যাঙ্ক সার্ভিস চার্জ বাড়িয়ে দেবে। আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক সেভিংস একাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ নিতে চলেছে। শুধু তাই নয়, ক্রেডিট কার্ডেরও নিয়ম বদলে যাচ্ছে একাধিক ব্যাঙ্কে। কোন কোন ব্যাঙ্কে কী কী পরিবর্তন আসবে আগামী মাসে? জেনে নিন এখনই।
কোন কোন ব্যাঙ্কের নিয়ম বদলে যাচ্ছে?
এইচডিএফসি ব্যাঙ্ক
প্রবীণ নাগরিকদের জন্য এইচডিএফসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে। ২০২০ সালের মে মাস থেকে এই বিনিয়োগ প্রকল্প শুরু হয়েছিল। চলবে আগামী ১০ ই মে পর্যন্ত। ৬০ বছরের বেশি বয়সীরা উচ্চ সুদে বিনিয়োগ করতে পারবেন।
আইসিআইসিআই ব্যাঙ্ক
সেভিংস অ্যাকাউন্টে চার্জ বৃদ্ধির কথা ঘোষণা করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। একইসঙ্গে আরও একাধিক ক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে। দেখে নিন এক নজরে।
- আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহারের জন্য এবার থেকে বছরে ২০০ টাকা ফি দিতে হবে শহরাঞ্চলের মানুষকে। গ্রামাঞ্চলের মানুষদের ৯৯ টাকা করে ফি দিতে হবে।
- আইসিআইসিআই ব্যাঙ্কের চেকবুকের প্রথম ২৫ টি পাতা ব্যবহারের জন্য চার্জ দিতে হবে না। এরপর প্রতি পাতায় ৪ টাকা করে চার্জ দিতে হবে।
- ডিডি বা পিও ক্যানসেল ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য ১০০ টাকা চার্জ দিতে হবে।
- আইএমপিএস লেনদেনের জন্য ১০০০ টাকা পর্যন্ত লেনদেনে আড়াই টাকা চার্জ দিতে হবে।
- ১০০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা করে চার্জ দিতে হবে।
- ২৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেনে ১৫ টাকা চার্জ দিতে হবে।
- সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার জন্য চার্জ দিতে হবে না।
- ব্যালেন্স সার্টিফিকেট, ইন্টারেস্ট সার্টিফিকেটের জন্যও টাকা লাগবে না। তবে সই অ্যাটেস্টেড করার জন্য ১০০ টাকা লাগবে।
আরও পড়ুন : বদলে গেল ATM মারফত টাকা জমা করার নিয়ম! জেনে নিন নতুন নিয়ম
ইয়েস ব্যাঙ্ক
- ইয়েস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে চার্জ বাড়াবে ১ লা মে থেকে।
- এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য প্রত্যেক বছর ২৯৯ টাকা চার্জ দিতে হবে।
- এনগেজ ডেবিট কার্ডের জন্য ৩৯৯ টাকা চার্জ দিতে হবে।
- এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য বছরে ৫৯৯ টাকা চার্জ দিতে হবে।
- রূপে ডেবিট কার্ডের জন্য বছরে ১৪৯ টাকা চার্জ দিতে হবে।
আরও পড়ুন : আর তোলা যাবে না টাকা, এই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল RBI
অন্যান্য ব্যাঙ্কের লেনদেনের ক্ষেত্রে
- প্রথম ৫ টি লেনদেনে চার্জ দিতে হবে না।
- এরপর প্রত্যেক লেনদেনে ২১ টাকা করে চার্জ লাগবে।
- নন ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ১০ টাকা করে চার্জ লাগবে।