আমেরিকাকে টেক্কা দিচ্ছে ভারতের মেট্রো! মিলছে এইসব সুবিধা

Riya Chatterjee

Published on:

Indian Metro Service Will Take Second Position In India Soon

দিন প্রতিদিন উন্নত হচ্ছে ভারতের রেল পরিষেবা। বিশেষ করে মেট্রো পরিষেবা আলাদাই এক উন্নতির পথে এগোচ্ছে। কলকাতা ও তার আশেপাশের রুটে তো বটেই, গঙ্গার তলা দিয়েও তৈরি হয়েছে মেট্রোর লাইন। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, গোটা ভারতেই মেট্রো পরিষেবাতে উন্নতি হচ্ছে নিত্যদিন। ভারতের মেট্রো পরিষেবা কার্যত ও আমেরিকাকেও টেক্কা দিচ্ছে। খুব শীঘ্রই আমেরিকাকে পেছনে ফেলে দেবে।

বিগত ১০ বছরে মেট্রোর মানচিত্রটা এই দেশে একটু একটু বদলাতে বদলাতে আজ ব্যাপক পরিবর্তনের মুখে এসে দাঁড়িয়ে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এমনটাই দাবি করেছেন সম্প্রতি। তার দাবি বিগত ১০ বছরে মেট্রো নেটওয়ার্কে ব্যাপক বিস্তার ঘটেছে। দেশে প্রযুক্তিগত অনেক উন্নয়ন হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে ভারত উন্নতির শিখরে থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছেন আগামী ৫ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে দাঁড়াবে। একই কথা বলেন হরদীপ সিং পুরীও। একই সঙ্গে তিনি বলেছেন বর্তমানে গোটা বিশ্বে মেট্রো নেটওয়ার্কের বিচারে ভারত তৃতীয় স্থানে রয়েছে। ভারতের ঠিক আগেই রয়েছে চীন এবং আমেরিকা।

আরও পড়ুন : বদলে গেল ট্রেনের টিকিট ক্যানসেলের চার্জ! এবার থেকে দিতে হবে এত টাকা

মেট্রো নেটওয়ার্কের পরিধির বিচারে প্রথম স্থানে রয়েছে চীন। বর্তমানে চীনের মেট্রো নেটওয়ার্ক ৯,৮২৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত। চীনের ২৮১টি মেট্রো লাইন আছে। আমেরিকা রয়েছে দ্বিতীয় স্থানে। যাদের মেট্রো নেটওয়ার্ক ১,৩৩২ কিলোমিটার দীর্ঘ। আমেরিকাতে ৮৭টি মেট্রো লাইন আছে। ভারতের মেট্রো নেটওয়ার্ক বর্তমানে ৯১১.৪৮ কিলোমিটার। মেট্রো লাইন রয়েছে ৩৮ টি।

আরও পড়ুন : হুড়মুড়িয়ে বাড়ল এই ট্রেনের টিকিটের দাম, একলাফে বেড়ে গেল ট্রেনের ভাড়া

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী ২ থেকে ৩ বছরে ভারতের মেট্রো নেটওয়ার্ক আরও বাড়বে। আমেরিকাকে অনায়াসেই টেক্কা দেবে ভারত। আগামী কয়েক বছরেই ভারতের মেট্রো নেটওয়ার্ক বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে আসবে। একইসঙ্গে দেশের বড় বড় শহরগুলোর সঙ্গে পার্শ্ববর্তী এলাকার জনসংযোগ আরও মজবুত হবে।