পাকিস্তানের এই স্কুলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যায়, চলে হিন্দু মন্ত্রের বন্দনা

Pakistan : পাকিস্তান (Pakistan) মুসলিম (Muslim) প্রধান দেশ, হিন্দু (Hindu) -দের যেকোনো জিনিসকেই লঘু করে দেখা হয়৷ পাকিস্তানের মানুষদের দিন শুরু হয় সালাম শুনে৷ কিন্তু সেখানকার একটি স্কুলের শিক্ষিকাদের দিন শুরু হয় জয় শ্রী রাম ধ্বনিতে৷ যার মধ্যে নেই দ্বেষ, ঘৃনা৷

পাকিস্তানের করাচির শেন্টি এলাকার এক হিন্দু মন্দিরের স্কুল৷ সেখানকার পড়ুয়ারাও হিন্দু৷ তবে শিক্ষিকা মুসলিম৷ প্রতিদিন সকালে ছাত্রছাত্রীদের পড়াতে এসে তাঁদের সালাম বললেই শুনতে পান জয় শ্রী রাম ধ্বনি৷ যা শুনে রীতিমতো মুগ্ধ হয়ে যান শিক্ষিকা৷ তাঁর ভালোও লাগে বললে ভুল হয় না৷ তবে মুসলিম শিক্ষিকার হিন্দুদের মন্ত্র ভালোলাগার বিষয়টিও সকলের কৌতূহলের বিষয় হয়ে উঠেছে৷

HINDU TEMPLE SCHOOL IN PAKISTAN

শিক্ষিকা আনুম দক্ষিণ বন্দর শহরের বাস্তি গুরু এলাকায় একটি হিন্দু মন্দিরে স্কুল চালান৷ সংখ্যালঘু হিন্দুদের ছোট ছোট বাচ্চারা তাঁর জীবন৷ প্রতিদিন ন ভরে শিক্ষা দান করেন তিনি৷ ধর্মের নামে গোঁড়ামি তাঁর মন ছোঁয়  না৷ ছোট শিশুরাই তাঁর প্রাণ৷ সেই বার্তা নিয়েই হিন্দু শিশুদের পড়িয়ে চলেছেন আনুম৷

যদিও কাজটা মোটেও সহজ ছিল না৷ অনেক প্রতিকূলতাকে কাটিয়ে মন্দির ভাঙার হুমকি নিয়েও এগিয়ে চলেছেন তিনি৷ জনপ্রিয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এই মন্দিরেই পড়াতে চান তিনি৷ এমনকি এই মন্দির ছেড়ে অন্যতত্র শিক্ষা দানের কথাও ভাবেন নি তিনি৷

HINDU TEMPLE SCHOOL IN PAKISTAN

আরও পড়ুন : ১৪ বছর বয়সে এই ভারতীয় আবিষ্কার করেছিলেন ইমেল! কেড়ে নেওয়া হয় কৃতিত্ব

প্রতিদিন হিজাব পড়ে শ্রেনীকক্ষে গিয়ে হাজির হোন তিনি৷ তবে যে দেশে হানাহানি আর ধর্মের মোড়কে রাজনীতি করতে ব্যস্ত রাজনীতিকদের কাছে হয়ত এটা শিক্ষণীয়৷ সত্যিই আনুমের মতো আরওযদি সকলেই এই ধর্মের গোঁড়ামিকে মুছে সকলে এক হয়ে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করতেন তাহলে হয়তো হানাহানির বদলে অন্যরকম জগত তৈরি হত৷

আরও পড়ুন : স্ত্রীর মধ্যে কোন কোন গুণ খোঁজে ছেলেরা? বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ আজকের পুরুষদের?