দেখতে দেখতে শেষ হয়ে গেল আস্ত একটি বছর। সময় হয়ে গেল নতুন ক্যালেন্ডার প্রকাশিত হওয়ার। নতুন বছর আসতে না আসতেই আমাদের ক্যালেন্ডারে চোখ রেখে দেখতে হয়, দুর্গাপূজা কালীপুজো কোন মাসে পড়েছে? কোন ছুটির দিন আর রবিবার কি একই দিনে হয়ে গেল? কতগুলো ছুটি পাওয়া গেলো আর কতগুলো ছুটি বাতিল হয়ে গেল এই নিয়ে চিন্তাভাবনা করতে থাকি আমরা। তাই চলুন বছরে সবার আগেই আপনাকেও জানিয়ে দিই আগামী বছরের ছুটির তালিকা।
প্রতিবছর পশ্চিমবঙ্গ সরকার একটি বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করে। এই তালিকা দেখে আপনি আগেভাগেই জানতে পারবেন কোন কোন দিন আপনি ছুটি পেতে চলেছেন। এই তালিকার ওপর ভিত্তি করেই সরকারি কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা ছুটি পেয়ে থাকেন। আগামী বছর মোট ৪৫টি ছুটি পেতে চলেছে ছাত্রছাত্রী এবং সরকারি অফিসের কর্মচারীরা।
২০২৪ সালের ছুটির তালিকা :
১২ই জানুয়ারি শুক্রবার, স্বামী বিবেকানন্দের জন্মদিন। ২৩ জানুয়ারি মঙ্গলবার, নেতাজি জয়ন্তী। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, শুক্রবার। সরস্বতী পুজো ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডের দিন। বুধবার পড়েছে সরস্বতী পুজো। ২৫ মার্চ অর্থাৎ সোমবার দোলযাত্রা অনুষ্ঠিত হবে।
গুড ফ্রাইডে অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, শুক্রবার। ইদ- উল – ফিতর অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার অর্থাৎ ১১ এপ্রিল। শ্রমিক দিবস ১ মে অর্থাৎ বুধবার। রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত হবে ৮ মে অর্থাৎ বুধবার। ২৩ মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। বকরি ঈদ ১৭ জুন অর্থাৎ সোমবার।
১৭ই জুলাই অর্থাৎ একমাস পর বুধবার মহরম। স্বাধীনতা দিবস আমরা সকলেই জানি ১৫ ই আগস্ট, এবারে পড়েছে বৃহস্পতিবার। গান্ধী জয়ন্তী এবং মহালয়া পড়েছে একই দিনে ২ অক্টোবর, বুধবার। দুর্গাপুজো সপ্তমী ১০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার। অষ্টমী এবং নবমী একই দিনে, ১১ অক্টোবর অর্থাৎ শুক্রবার। শনিবার ১২ই অক্টোবর হবে দশমী।
আরও পড়ুন : একের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? জানেন এতে কী কী বিপদে পড়তে হবে আপনাকে?
১৬ই অক্টোবর বুধবার হবে কোজাগরী লক্ষ্মী পুজো। বৃহস্পতিবার ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে কালীপূজা। ১৫ই নভেম্বর শুক্রবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে থাকবে ছুটি। ২৫ ডিসেম্বর অর্থাৎ বুধবার ক্রিসমাসের ছুটি পাবো আমরা। এই ছুটিগুলি ছাড়াও গরমের ছুটি, প্রাকৃতিক দুর্যোগ এবং ভোটের জন্য ছুটি পাওয়া যায়, তবে সেটা ক্যালেন্ডারে প্রকাশিত হয় না।
আরও পড়ুন : রাহুল-রোহিত বাদ, বিরাটও কি থাকবেন না? চূড়ান্ত হল T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার একাদশ